পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিনের আবেদন গুরুঙের

বিমল গুরুং দুটি মামলার আগাম জামিনের আবেদন জানালেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। তবে আজ শুনানি হয়নি।

ফাইল ফোটো

By

Published : Apr 5, 2019, 11:51 PM IST

জলপাইগুড়ি, 5 এপ্রিল : জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং আজ দুটি মামলায় আগাম জামিনের আবেদন জানালেন। একটি কার্সিয়ং থানা ও একটি দার্জিলিং থানার মামলা বলে জানান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি।

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি বলেন, "বিমল গুরুং আগাম জামিনের আবেদন করেছেন দুটি মামলায়। কার্সিয়ং থানার একটি মামলায় একা বিমল গুরুং জামিনের আবেদন করেছেন। কেস নম্বর ২০৬ /২০১৮। গতবছরের ১৫ ডিসেম্বরের মামলা। এই মামলায় বিমল গুরুঙের বিরুদ্ধে অস্ত্র আইনের অভিযোগ রয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি বলেন, "আরেকটি মামলায় বিমল গুরুং ও রোশন গিরি দু'জনে জামিনের আবেদন করেছেন। দার্জিলিং থানার কেস নম্বর ১১৫/২০১৭। ২০১৭ সালের ৯ জুনের ঘটনা। এই মামলায় খুনের চেষ্টা (IPC 307), ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত (IPC 326), কর্তব্যরত পুলিশের উপর আক্রমণ (IPC 353), অস্ত্র আইনের 25 এবং 27 ধারায় মামলা এবং ওয়েস্টবেঙ্গল মেইনটেনেন্স পাবলিক অর্ডার আইনের 3 ও 4 নম্বর ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।"

তিনি বলেন, আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের শেষ দিন ছিল। তাই আজ শুনানি সম্ভব ছিল না। পরবর্তী সার্কিট বসবে ১৬ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত। তিনি আরও বলেন, "আমরা সরকারি পক্ষের আইনজীবীরা তৈরি আছি। বিচারব্যবস্থার কাছে রোশন গিরি ও বিমল গুরুঙের বিরুদ্ধে যথাযথ তথ্য প্রমাণ ও তাঁদের ভূমিকা কী ছিল তা তুলে ধরব।"

ABOUT THE AUTHOR

...view details