ধুপগুড়ি, 14 জুলাই : রাতের অন্ধকারে খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল এক পাল হাতি । তাণ্ডব চালায় প্রায় পাঁচটি বাড়িতে । রাত থাকতেই নদী পেরিয়ে ওপারেও চলে যায় । কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে নদীর জল বেড়ে যাওয়ায় অন্য পারেই আটকে পড়ে শাবকসহ 6টি দাঁতালের একটি দল । ধুপগুড়ির সোনাখালি বিটের পার্শ্ববর্তী ডুডুয়া নদীর পারে আটকে পড়ে দলটি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান সোনাখালি বনদপ্তরের কর্মীরা। পৌঁছায় পুলিশও।
প্রবল বৃষ্টিতে বেড়েছে জল, নদীর পারে আটকে শাবকসহ হাতির পাল
জলপাইগুড়ির ধুপগুড়িতে ডুডুয়া নদীর পারে আটকে পড়ে একটি হাতির পাল । রাতে খাবারের সন্ধানে নদী পেরিয়ে অন্য পারে চলে গিয়েছিল দলটি । কিন্তু জল বেড়ে যাওয়ায় আজ সকালে নদীর পারে আটকে পড়ে ওই দলটি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছয় সোনাখালি বনদপ্তরের বনকর্মীরা এবং পুলিশ । এদিকে স্থানীয়রা হাতি দেখতে ভিড় জমায় । তাদের সামাল দিতে SSB নামানো হয়েছে ।
গতরাতে ওই হাতির দলটি খাবারের খোঁজে সোনাখালি জঙ্গল থেকে সাকোয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আদর পাড়া এলাকায় ঢুকে পড়ে । খাবারের খোঁজে লোকালয়ে হামলাও চালায় । যার জেরে পাঁচটি বাড়ি ভেঙে গিয়েছে । এরপর ডুডুয়া নদী পেরিয়ে হাতিগুলি সাকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে যায় । কিন্তু সকাল হতেই শুরু বিপত্তি । নদীর জল বেড়ে যাওয়ায় অন্য পারেই আটকে পড়ে দলটি । নদীর আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতে থাকে দলটি ।
স্থানীয়রা আটকে পড়া হাতির দলটিকে দেখে খবর দেয় বনদপ্তরে । খবর পেয়ে সোনাখালি বনদপ্তরের বনকর্মীরা এবং পুলিশ ঘটনাস্থানে পৌঁছয় । আটকে পড়া হাতির দলটিকে দেখে ভিড় জমান স্থানীয়রা । স্থানীয়দের ভিড় নিয়ন্ত্রণে নামানো হয়েছে SSB ।