পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : বাসি বিয়ে ছেড়ে ভোটের কাজে ব্যস্ত বর, বাতিল বৌভাত - জলপাইগুড়ির খবর

ভোটের (Bengal civic polls 2022) কাজ পড়েছিল বলে বাসি বিয়ে ছেড়ে চলে গেল বর (Groom leaves marriage ritual ceremony)৷ বাতিল হয়ে গেল বৌভাত ৷ জলপাইগুড়ির ঘটনা ৷

Groom leaves marriage ritual ceremony for having duty during Bengal civic polls 2022
বাসি বিয়ে ছেড়ে ভোটের কাজে ব্যস্ত বর, বাতিল বৌভাত

By

Published : Mar 3, 2022, 8:11 PM IST

জলপাইগুড়ি, 3 মার্চ: ভোট বড় বালাই । বাসি বিয়ে ছেড়ে ভোটের কাজে যেতে হয়েছে বরকে (Groom leaves marriage ritual ceremony)। ভোটের জন্য পিছিয়ে দিতে হল বৌভাত (Bengal civic polls 2022)। জামাইয়ের এমন কাণ্ডে প্রথমে হতবাক হলেও পরে সব মেনে নিয়েছে কনে পক্ষ । ভোটগণনা শেষ হয়েছে । এবার হবে বৌভাতের আয়োজন ।

জলপাইগুড়ির (Jalpaiguri news) উকিল পাড়ার বাসিন্দা দেবজিৎ দে ভোটের ডিসিআরসি এবং স্ট্রং রুমের সিসিটিভি, ইন্টারনেট, ফায়ার অ্যালার্ম-সহ আইটি রিলেটেড কাজের দায়িত্বপ্রাপ্ত । আগেই ঠিক হয়েছিল ফেব্রুয়ারির 25 তারিখ বিয়ে হবে । সেই মতো জলপাইগুড়ির ভাটিয়া বিল্ডিং এলাকার বাসিন্দা রিয়া মণ্ডলের বিয়ে হয় । গত 27 তারিখ জলপাইগুড়ি পৌরসভার ভোট থাকায় প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে ডিসিআরসি তৈরি করা হয় ।

26 তারিখ ডিসিআরসি থেকে ইভিএম ভোট কেন্দ্রে নিয়ে যান ভোট কর্মীরা । সে দিন বাসি বিয়ে ছিল দেবজিতের । 26 তারিখ ডিসিআরসি-তে তাঁর ডাক পড়ায় তাড়াতাড়ি বাসি বিয়ে সেরে দেবজিতকে চলে যেতে হয় ডিসিআরসি-তে । সেখানে কাজ করে ফের তিনি চলে যান শ্বশুড়বাড়ি । এরপর বৌকে নিজের বাড়িতে পৌঁছে দিয়ে তাঁকে চলে যেতে হয় স্ট্রং রুমে । কারণ ভোটের পর 27 তারিখ রাতে স্ট্রং রুমে ইভিএম ঢোকে ।

ছেলের বিয়ের সময় বাবাকে সামলাতে হয় ছেলের কাজ । সিসিটিভি, ফায়ার অ্যালার্ম, ইন্টারনেট-সহ আইটি রিলেটেড সমস্ত কাজের দায়িত্ব ছিল দেবজিতের ।এরপর 2 মার্চ ভোটের গণনা ছিল । গণনার পরে ইভিএমগুলো স্ট্রং রুম থেকে বের করা হয় । তারপর খোলা হয় সিসিটিভি । এ দিন দ্বিরাগমনে শ্বশুড়বাড়িতে থাকার কথা থাকলেও, তা হয়ে ওঠেনি দেবজিতের ৷ কাজের জন্য কর্মচারী থাকা সত্ত্বেও ডেকে পাঠানো হয় তাঁকেই ।

ভোটের ডিউটির জন্য বৌভাতের অনুষ্ঠান বাতিল করেন ভোটকর্মী দেবজিৎ দে

আরও পড়ুন:Taherpur OC transferred: তাহেরপুর বামেদের, ফল ঘোষণার পরই ওসি-কে বদলি

দেবজিৎ ও রিয়ার বিয়ে 6 মাস আগেই ঠিক ছিল । কিন্তু হঠাৎ করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার ফলে বিপাকে পড়ে দু'পক্ষ । 27 তারিখ বৌভাত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয় । বৌভাতের তারিখও কার্ডে লেখা হয়েছিল । কিন্তু কাজের এতটা চাপ থাকবে সেটা বোঝা যায়নি । তাই সবাইকে বৌভাতে না আসার জন্য টেলিফোনে জানানো হয় । চলতি মাসেই বৌভাতের আয়োজন করা হবে বলে জানান দেবজিতের বাবা বিশ্বনাথ দে । তিনি জানান, "যেহেতু গণতন্ত্রের উৎসব, যেহেতু কাজটা আগে, তাই বিয়ের মাঝেও ছেলে কাজ করে গিয়েছে । কনেপক্ষ সব ধরনের সহযোগিতা করে গিয়েছে । আমাদের বৌভাতের আয়োজন বাতিল করতে হয়েছে । কাজের প্রতি এমন নিষ্ঠা দেখে ভালো লাগছে ।"

দেবজিৎ জানান, "যেহেতু নির্বাচন কমিশন আমাকে কাজের বরাত দিয়েছে, তাই কাজটা আগে আমাকে করতেই হবে । বিয়েটা আগেই ঘোষিত ছিল, তাই বিয়েটা করতেই হত । আর আমি সব সময়ের জন্যই নির্বাচন কমিশনের কাজটাইকেও অগ্রাধিকার দিয়েছি । কারণ ভোট গণতন্ত্রের উৎসব ৷ তাই আমার এখানে থাকাটা বা কাজটা উতরে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে । তাই আমি বাসি বিয়ে ছেড়েও যেমন এসেছি, তেমনি ফিরানি থেকে আজ চলে এসেছি । বৌভাত পিছিয়ে দিয়েছি । কনে পক্ষ আমাকে সাহায্য করেছে ।"

আরও পড়ুন:Civic Polls Result 2022: বর্ধমানে 6টি পৌরসভাতেই জয়ী তৃণমূল, তিনটি বিরোধী শূন্য

ABOUT THE AUTHOR

...view details