পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Marriage in Hospital: বিয়ের আগের দিনই হাসপাতালে 72-এর বর, সিসিইউ-তে সিঁদুরদান 42-এর কনেকে

বিয়ের আগের দিনই হাসপাতালে ভর্তি হতে হয় 72 বছরের হবু বরকে ৷ তাই সিসিইউ-তেই সিঁদুরদান করে তিনি বিয়ে করলেন 42 বছরের কনেকে ৷ শিলিগুড়ির হাসপাতালে এই বিয়ে হয়েছে ৷

Marriage in Hospital
Marriage in Hospital

By

Published : Jun 29, 2023, 5:33 PM IST

Updated : Jun 29, 2023, 5:51 PM IST

জলপাইগুড়ি, 29 জুন: পাত্রের বয়স 72 বছর, পাত্রীর 42 । শেষ বয়সে একাকিত্ব দূর করতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বৃদ্ধ । কিন্তু বিয়ের একদিন আগেই ভর্তি হতে হল হাসপাতালে । তবে তাতে বিয়ে থামেনি ৷ হাসপাতালের সিসিইউ-তেই হল সিঁদুরদান । এখন স্বামীকে বাঁচাতে হাসপাতালে রাত কাটাচ্ছেন নববধূ । শুধু তাই নয়, স্বামীর কিডনি রোগ ধরা পরায় তাঁকে বাঁচাতে নিজের কিডনি দান করতেও প্রস্তুত তিনি ।

পাত্র-পাত্রীর পরিচয়: পাত্র জলপাইগুড়ি পৌরসভা এলাকার 13 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগরের বাসিন্দা নিরোদকুমার দে ৷ আর পাত্রী আলিপুরদুয়ারের জটেশ্বরের বাসিন্দা পায়েল ভট্টাচার্য । পাত্রের স্ত্রী গত হয়েছেন ৷ প্রয়াত পাত্রীর স্বামীও । তাই জীবনসায়াহ্নে একে অপরের একাকিত্ব কাটাতে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে ৷ কিন্তু বিয়ের আগের দিনই তাল কাটল ৷

পাত্র-পাত্রীর অতীত: পাত্র নিরোদকুমার দে একটা সময় কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে কর্মরত ছিলেন । বছর খানেক আগে তাঁর স্ত্রীর মৃত্যু হয় । কোনও সন্তান না থাকার কারণে একা হয়ে পড়েছিলেন এই বৃদ্ধ । আত্মীয় স্বজন থাকলেও তাঁকে দেখভালের জন্য একজনের প্রয়োজন ছিল । অন্যদিকে, জলপাইগুড়ির পাতকাটা কলোনির বাসিন্দা পায়েল ভট্টাচার্যের বিয়ে হয়েছিল আলিপুরদুয়ারের জটেশ্বরে । বিয়ের তিন বছর পরেই মৃত্যু হয় তাঁর স্বামীর । তার একটি কন্যাও রয়েছে । মেয়েকে নিয়ে বেশ কষ্টে দিন কাটছিল । তাই খোঁজখবর নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি ।

কীভাবে বিয়ে ঠিক হয়: পায়েল ভট্টাচার্য জানান, মেয়েকে নিয়ে একা জীবনে চলার পথে একজন অবিভাবক এবং সাথীর প্রয়োজন ছিল । তাই বর্তমান শশুর-শাশুড়ির অনুমতি ও দুই পক্ষের সম্মতিতেই এই বিয়ে হয়েছে বলে জানান তিনি । জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমের এক কর্মী ঘটকের ভূমিকা পালন করেন ।

আরও পড়ুন:51টি ট্রাক্টর নিয়ে মহাধুমধামে বিয়ে করতে গেল পাত্র, রাজস্থানের ভিডিয়ো ভাইরাল ইন্টারনেটে

বিয়ের আয়োজন: গত মার্চ মাসে ওই বৃদ্ধের বাড়িতেই তাঁর সঙ্গে প্রথম দেখা হয় পায়েলের । দুই জনের কথা হয় । তার পরেই বিয়ের সিদ্ধান্ত । পায়েল ভট্টাচার্য জানান, বিয়ে ঠিক হওয়ার পর জুন মাস থেকে তিনি মেয়েকে নিয়ে নিরোদকুমার দে-র বাড়িতেই আছেন । মঙ্গলবার শুভ দিনে তাঁদের সামাজিক ভাবে বিয়ে হওয়ার কথা ছিল এবং বুধবার বৌভাতের আয়োজন করা হয়েছিল । কিন্তু হঠাৎই সোমবার অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ ।

হাসপাতালে বিয়ে: তিনি কিডনির রোগে আক্রান্ত হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন । বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন ৷ এরই মধ্যে গতকাল হাসপাতালের সিসিইউ-তে হবু কনেকে সিঁদুরদান করে বিবাহবন্ধনে আবদ্ধ হন বৃদ্ধ ৷ যদিও বৌভাতের অনুষ্ঠান বাতিল করা হয়েছে । এখন স্বামীকে সুস্থ করে ফিরিয়ে আনাই লক্ষ্য সদ্যবিবাহিতা স্ত্রী-র ।

Last Updated : Jun 29, 2023, 5:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details