পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়ির যৌনকর্মীদের সাহায্যের জন্য এগিয়ে এল গ্রিনভ্যালি - জলপাইগুড়ি

লকডাউনের জেরে রোজগার বন্ধ জলপাইগুড়ির যৌনকর্মীদের ৷ অনাহারে তাঁদের দিন কাটছে ৷ খবর পেয়ে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিনভ্যালি ৷

Green Valley
গ্রিনভ্যালি

By

Published : Apr 2, 2020, 5:53 PM IST

জলপাইগুড়ি , 2 এপ্রিল : লকডাউন চলছে । তাই রোজগার বন্ধ ৷ বিপাকে পড়েছেন জলপাইগুড়ির যৌনকর্মীরা । সরকারের তরফেও কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ ৷ এই অবস্থায় তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এল জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিনভ্যালি ।

লকডাউনের পর থেকেই দুস্থ পরিবারগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল জলপাইগুড়িরই এক স্বেচ্ছাসেবী সংগঠন ৷ এবার যৌনপল্লির বাসিন্দারা অভাবের মধ্যে দিন কাটাচ্ছে খবর পেয়েই আজ ওই সংগঠনের সদস্যরা সেখানে যান । তাঁদের হাতে তুলে দেন খাদ্যসামগ্রী ও ওষুধ ।

ওই সংগঠনের সম্পাদক পাপ্পু শীল বলেন , "আমরা দুস্থ মানুষের সাহা্য্য করে চলেছি । খবর পাই জলপাইগুড়ির যৌনপল্লির অনেকেই দুস্থ ৷ খেতে পাচ্ছে না । তাই আমরা আজ তাঁদের কাছে চাল, ডাল, সোয়াবিন সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছি ৷" গ্রিনভ্যালির সভাপতি প্রশান্ত সরকার বলেন, "বিভিন্ন জায়গায় অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেও অনেকেই যৌনপল্লিতে যান না । তাই আমরা এগিয়ে এসেছি । দরকার হলে আগামী দিনে তাঁদের আমরা সাহায্য করব । আমরা চেষ্টা করছি , যাতে কোনও মানুষ অভুক্ত অবস্থায় না থাকে । আজ আমরা ১০৩ জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details