পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সদস্যদের জন্য ভ্যাকসিন কিনতে ভিক্ষাবৃত্তি স্বেচ্ছাসেবী সংগঠনের

জলপাইগুড়ির গ্রিন সংগঠন করোনা সংক্রমণ রুখতে জোরদার কাজ করে যাচ্ছে ৷ কিন্তু যে কোনও সময় সংক্রামিত হওয়ার ঝুঁকি থাকায় সরকারের কাছে বিনামূল্যে তাদের সদস্যদের ভ্যাকসিন দেওয়ার দাবি জানায় সংগঠন ৷ তা পূরণ না হওয়ায় এবার ভিক্ষাবৃত্তির পথ অবলম্বন করলেন সংগঠনের সদস্যরা ৷

ভিক্ষায় বসলেন গ্রিন জলপাইগুড়ি সংগঠনের সদস্যরা
ভিক্ষায় বসলেন গ্রিন জলপাইগুড়ি সংগঠনের সদস্যরা

By

Published : Jun 5, 2021, 3:27 PM IST

জলপাইগুড়ি, 5 জুন : স্বাস্থ্য দফতর থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে বার বার জানিয়েও কোভিড যোদ্ধাদের করোনার ভ্যাকসিন মেলেনি। তাই বেসরকারি ভাবে ভ‍্যাকসিন কেনার টাকা জোগাড় করতে বাটি হাতে ভিক্ষাবৃত্তি করতে বসলেন স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির সদস্যরা ।

গ্রিন জলপাইগুড়ি সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেন, "আমরা সারাদিন করোনা রোগীদের নিয়ে কাজ করছি। আমাদের অ্যাম্বুলেন্স করোনা রোগীদের হাসপাতালে পৌছে দিচ্ছে, আমরা খাবার দিচ্ছি প্রতিদিন । এতে সংক্রমণের একটা ভয় আছে । আমাদের করোনা যোদ্ধারা লাগাতার পরিষেবা দিয়ে যাচ্ছে । কিন্তু ভ্যাকসিন আমরা পাচ্ছি না । জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরে আবেদন নিবেদন করে বিনামূল্যে কোভিড ভ‍্যাকসিন না পেয়ে অবশেষে বেসরকারি ভাবে টাকার বিনিময়ে ভ‍্যাকসিন কিনে সদস্যদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা । ভ‍্যাকসিন কেনার জন্য অনেক টাকা দরকার, যা আমাদের সংগঠনের পক্ষে অসম্ভব ।"

ভিক্ষায় বসলেন গ্রিন জলপাইগুড়ি সংগঠনের সদস্যরা

আরও পড়ুন : COVID 19 Vaccination Drive : কোচবিহারে বৃহন্নলাদের টিকাকরণ

এদিন জলপাইগুড়ি শহরের কদমতলা দুর্গাবাড়ির সামনে সংগঠনের সদস্যরা বাটি হাতে টাকা সংগ্রহের জন্য ভিক্ষা করতে বসেন । সংগঠনের অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, টোটো অ্যাম্বুলেন্স নিয়ে ভ্যাকসিন কেনার জন্য টাকা জোগাড় করতে এই প্রতিবাদ অভিনব ৷

অঙ্কুর দাস জানান, ভিক্ষা করে ভ‍্যাকসিনের টাকা জোগাড় করতে হবে । তাই ভিক্ষার সময় সংগঠনের অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি বা টোটো অ্যাম্বুলেন্সের পরিষেবা বন্ধ থাকবে । তাঁর কথায়, "আমরা সেবা দিতে চাই এবং আমরা বাঁচতে চাই । জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনকে বারবার আবেদন নিবেদন করার পরও গ্রিন জলপাইগুড়ির কোভিড যোদ্ধাদের ভ‍্যাকসিন দেওয়া হচ্ছে না, এটা আমরা মেনে নিতে পারছি না ।"

এদিকে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, জেলাশাসকের মাধ্যমে কোভিড যোদ্ধাদের তালিকা এলেই তারা ভ্যাকসিনের ব্যবস্থা করে দেবেন । এক আধিকারিকের কথায়, "আমাদের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details