জলপাইগুড়ি, 5 জুন : স্বাস্থ্য দফতর থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে বার বার জানিয়েও কোভিড যোদ্ধাদের করোনার ভ্যাকসিন মেলেনি। তাই বেসরকারি ভাবে ভ্যাকসিন কেনার টাকা জোগাড় করতে বাটি হাতে ভিক্ষাবৃত্তি করতে বসলেন স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির সদস্যরা ।
গ্রিন জলপাইগুড়ি সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেন, "আমরা সারাদিন করোনা রোগীদের নিয়ে কাজ করছি। আমাদের অ্যাম্বুলেন্স করোনা রোগীদের হাসপাতালে পৌছে দিচ্ছে, আমরা খাবার দিচ্ছি প্রতিদিন । এতে সংক্রমণের একটা ভয় আছে । আমাদের করোনা যোদ্ধারা লাগাতার পরিষেবা দিয়ে যাচ্ছে । কিন্তু ভ্যাকসিন আমরা পাচ্ছি না । জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরে আবেদন নিবেদন করে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন না পেয়ে অবশেষে বেসরকারি ভাবে টাকার বিনিময়ে ভ্যাকসিন কিনে সদস্যদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা । ভ্যাকসিন কেনার জন্য অনেক টাকা দরকার, যা আমাদের সংগঠনের পক্ষে অসম্ভব ।"
আরও পড়ুন : COVID 19 Vaccination Drive : কোচবিহারে বৃহন্নলাদের টিকাকরণ