জলপাইগুড়ি, 26 এপ্রিল : করোনা সংক্রমণ রুখতে সপ্তাহে তিন দিন ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ময়নাগুড়ি পুরাতন বাজার ব্যবসায়ী সমিতি। আগামী বৃহস্পতি, শনি ও রবিবার সমস্ত রকম ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি। শুধুমাত্র পেট্রল পাম্প এবং ওষুধের দোকান খোলা থাকবে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি,মেটেলি সহ বিভিন্ন এলাকায় কোথাও এক দিন কথাও দুইদিন, তিনদিন করে সপ্তাহে ব্যবসা বন্ধ করে সংক্রমণ রোখার ব্যবস্থা করা হচ্ছে।
ময়নাগুড়ি ময়নামাতা কালীমন্দিরে স্থানীয় স্তরে প্রশাসনিক সভার আয়োজন করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি বিডিও শুভ্র নন্দী, আইসি ময়নাগুড়ি ভূষণ ছেত্রী, ব্যবসায়ী সমিতির সম্পাদক বজরংলাল হিরাউৎ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন । বেশ কয়েকদিন থেকেই ময়নাগুড়ি ব্লক জুড়ে করোনা মাথাচাড়া দিয়ে উঠেছে। সংক্রমণ রুখতে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।