পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor CV Ananda Bose: পুরনো কর্মস্থলে আসছেন রাজ্যপাল, প্রস্তুতি তুঙ্গে জলপাইগুড়ির ক্লাব রোডের এসবিআই ব্রাঞ্চে - জলপাইগুড়ির ক্লাব রোডের এসবিআই ব্রাঞ্চ

1977 সালে এই জলপাইগুড়ির স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মেইন ব্রাঞ্চে প্রবেশনারি অফিসার হিসেবে কাজ করেছেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। স্মৃতির সরণিতে ফিরে আগামিকাল সাড়ে চার দশকেরও বেশি সময় আগে ফেলে আসা কর্মস্থলে যাবেন রাজ্যপাল ৷ রাজ্যপালের আগমনকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে অফিস।

Governor to Visit Jalpaiguri
46 বছর আগের কর্মস্থলে আসছেন রাজ্যপাল

By

Published : Feb 2, 2023, 3:24 PM IST

46 বছর আগের কর্মস্থলে আসছেন রাজ্যপাল

জলপাইগুড়ি, 2 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার জলপাইগুড়ি সফরে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জলপাইগুড়ি ক্লাব রোডে অবস্থিত স্টেট ব্যাংকের মেইন ব্রাঞ্চে (SBI Main Branch) আগামিকাল আসবেন রাজ্যপাল। জলপাইগুড়িতে রাজ্যপালের আগমনকে কেন্দ্র করে সাজো-সাজো রব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মেইন ব্রাঞ্চে। ইতিমধ্যেই রাজ্যপালের আগমনকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ অফিস। কারণ, আজ থেকে 46 বছর আগে এখানেই যে কর্মরত ছিলেন তিনি ৷

1977 সালে এই জলপাইগুড়ির স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মেইন ব্রাঞ্চে কাজ করেছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সূত্রেই তিনি পুরনো কর্মস্থলে একবার ঘুরে যাবেন বলে খবর। তাই ব্যাংক সাজিয়ে তুলতে কোনওরকম কার্পণ্য করছে না ব্যাংক কর্তৃপক্ষ। আজ, অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ফুলবাড়িতে এসেছেন রাজ্যপাল। বিএসএফ (BSF)-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের ভার‍ত-বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক চেক পোস্ট ফুলবাড়ি পরিদর্শন করবেন রাজ্যপাল।

আগামিকাল জলপাইগুড়ি ক্লাব রোডে অবস্থিত স্টেট ব্যাংকের মেইন ব্রাঞ্চে আসছেন তিনি। এসবিআই (SBI) ব্রাঞ্চে আসার আগে রাজ্যপাল জলপাইগুড়ি আসামমোড়ে অবস্থিত সেবা সদনে (মিশনারিস অফ চ্যারিটি পরিচালিত) আসবেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো। জানা গিয়েছে, আগামিকাল সকাল 11টায় রাজ্যপাল জলপাইগুড়ি আসামমোড়ে অবস্থিত সেবা সদনে (মিশনারিস অফ চ্যারিটি পরিচালিত) আসবেন। সেখানে বেশ কিছুক্ষণ থেকে সড়কপথে চলে যাবেন জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের এসবিআই(SBI)-এর মেইন ব্রাঞ্চে। সেখানে 20 মিনিট থেকে জলপাইগুড়ি সার্কিট হাউজে যাবেন রাজ্যপাল। জলপাইগুড়ির কর্মসূচি শেষ করে এনজেপি থেকে সেলুন কোচ হয়ে কোচবিহারে যাবেন। আগামিকালই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল।

ইতিমধ্যেই স্টেট ব্যাংকের মেইন ব্রাঞ্চের পরিকাঠামো পরিদর্শনে আসেন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার। তিনি স্টেট ব্যাংকের চিফ ম্যানেজার দীপক কুমার সিংকে সঙ্গে নিয়ে ব্যাংকের নতুন ও পুরনো বিল্ডিং ঘুরে দেখেন। জলপাইগুড়ি ক্লাবরোডে অবস্থিত শতাব্দী প্রাচীন এই ব্যাংকের পুরনো ভবনকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। এমনকী ফুলের বাগান সাফ-সাফাই থেকে শুরু করে ব্যাংকের গেস্ট হাউজকে রাঙিয়ে তোলা হচ্ছে রাজ্যপালের আসার খবরে। ব্যাংকের চারপাশে রং করা হয়েছে। এমনকী ব্যাংকের পুরনো ভবনটিকে ঝাঁ-চকচকে করে সাজিয়ে তোলার কাজ চলছে ৷

আরও পড়ুন:রাজভবনে সুকান্ত, আলোচনা হতে পারে একাধিক বিষয়ে

যদিও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার বিরেন্দ্র সিং বলেন, "তাঁদের কাছে রাজ্যপালের জলপাইগুড়ির ব্রাঞ্চে অফিসিয়ালি কোনও খবর নেই। আমরা আমাদের দিক থেকে প্রস্তুতি নিয়ে আছি। ব্যাংক সূত্রে জানা গিয়েছে, 1977 সালে এই ব্যাংকে রাজ্যের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস কাজ করেছেন। আগামিকাল জলপাইগুড়ি জেলা সফরে এসেছেন রাজ্যপাল। সেই দিক থেকে ব্যাংকের পুরনো আধিকারিক তথা রাজ্যের রাজ্যপালকে বরণ করে নিতে প্রস্তুত জলপাইগুড়ি স্টেট ব্যাংকের মেইন ব্রাঞ্চ কর্তৃপক্ষ।

ABOUT THE AUTHOR

...view details