জলপাইগুড়ি, 2 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার জলপাইগুড়ি সফরে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জলপাইগুড়ি ক্লাব রোডে অবস্থিত স্টেট ব্যাংকের মেইন ব্রাঞ্চে (SBI Main Branch) আগামিকাল আসবেন রাজ্যপাল। জলপাইগুড়িতে রাজ্যপালের আগমনকে কেন্দ্র করে সাজো-সাজো রব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মেইন ব্রাঞ্চে। ইতিমধ্যেই রাজ্যপালের আগমনকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ অফিস। কারণ, আজ থেকে 46 বছর আগে এখানেই যে কর্মরত ছিলেন তিনি ৷
1977 সালে এই জলপাইগুড়ির স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মেইন ব্রাঞ্চে কাজ করেছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সূত্রেই তিনি পুরনো কর্মস্থলে একবার ঘুরে যাবেন বলে খবর। তাই ব্যাংক সাজিয়ে তুলতে কোনওরকম কার্পণ্য করছে না ব্যাংক কর্তৃপক্ষ। আজ, অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ফুলবাড়িতে এসেছেন রাজ্যপাল। বিএসএফ (BSF)-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের ভারত-বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক চেক পোস্ট ফুলবাড়ি পরিদর্শন করবেন রাজ্যপাল।
আগামিকাল জলপাইগুড়ি ক্লাব রোডে অবস্থিত স্টেট ব্যাংকের মেইন ব্রাঞ্চে আসছেন তিনি। এসবিআই (SBI) ব্রাঞ্চে আসার আগে রাজ্যপাল জলপাইগুড়ি আসামমোড়ে অবস্থিত সেবা সদনে (মিশনারিস অফ চ্যারিটি পরিচালিত) আসবেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো। জানা গিয়েছে, আগামিকাল সকাল 11টায় রাজ্যপাল জলপাইগুড়ি আসামমোড়ে অবস্থিত সেবা সদনে (মিশনারিস অফ চ্যারিটি পরিচালিত) আসবেন। সেখানে বেশ কিছুক্ষণ থেকে সড়কপথে চলে যাবেন জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের এসবিআই(SBI)-এর মেইন ব্রাঞ্চে। সেখানে 20 মিনিট থেকে জলপাইগুড়ি সার্কিট হাউজে যাবেন রাজ্যপাল। জলপাইগুড়ির কর্মসূচি শেষ করে এনজেপি থেকে সেলুন কোচ হয়ে কোচবিহারে যাবেন। আগামিকালই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল।