পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Srabani Mela : উত্তরবঙ্গের বিখ্যাত জল্পেশে মন্দিরের শ্রাবণী মেলার জন্য বিশেষ বন্দোবস্ত - শ্রাবণী মেলা

জল্পেশ মন্দিরের শ্রাবণী মেলা পুর্ণার্থীদের সমস্যা যাতে না হয় তার ব্যবস্থা করা হচ্ছে (Srabani Mela) ৷ কারণ প্রতিবছর শ্রাবন মাসে ময়নাগুড়ির জল্পেশে শ্রাবনী মেলায় হাজার হাজার ভক্ত আসেন শিবের মাথায় জল ঢালতে ।

Srabani Mela news
জল্পেশ মন্দিরের শ্রাবণী মেলা

By

Published : Jun 25, 2022, 11:01 PM IST

জলপাইগুড়ি, 25 জুন :জল্পেশ মন্দিরের উন্নয়নের কাজের জন্য শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের কোনওভাবেই সমস্যায় ফেলা যাবে না (Srabani Mela)। মন্দিরের উন্নয়নমূলক কাজের জন্য মেলা বা পুণ্যার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই কারণে কাজ বন্ধ রাখা হবে । শনিবার এমনটাই জানালেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা । উত্তরবঙ্গের বিখ্যাত শৈব তীর্থ জল্পেশ মন্দিরকে কেন্দ্র করে শ্রাবণী মেলা হয়ে থাকে । রাজ্য সরকারের তরফে 5 কোটি টাকা ব্যয়ে জল্পেশ মন্দিরের সৌন্দর্যায়ন ও জল্পেশ মন্দিরের সংস্কার করে সাজিয়ে তোলা হচ্ছে । কিন্তু সামনেই জল্পেশ মেলা যাতে কোনওভাবেই সমস্যা না হয় । যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শ্রাবণী মেলার সময় কোনও কাজ করা যাবে না বলে এদিন নির্দেশ দেন জেলাশাসক মৌমিতা গোদারা ।

জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গিরিন্দ্রনাথ দেব জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জল্পেশ মন্দির কমিটির উন্নয়নে 5 কোটি টাকা বরাদ্দ করেছেন । একদিকে যেমন মন্দিরের সৌন্দর্যায়ন করা হচ্ছে পাশাপাশি মন্দিরের চারপাশের আমূল পরিবর্তন ঘটবে । পুণ্যার্থীরা এবার সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারবেন । এবার থেকে আর ঘুরে ঘুরে মন্দিরে প্রবেশ করতে হবে না । শ্রাবণী মেলা আগামী 17 জুলাই থেকে শুরু হচ্ছে । ঢালাই করা হলে একটা সমস্যা হতে পারে তাই পুণ্যার্থীদের ভিড়ে কথা চিন্তা করে আপাতত স্কাইওয়াকের ঢালাই বন্ধ রাখা হচ্ছে । উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে কাজটি করা হচ্ছে ।

আরও পড়ুন : জল্পেশ মন্দিরের উন্নয়নে খনন কাজ করতে গিয়ে উদ্ধার শিবলিঙ্গ

প্রতিবছর শ্রাবণ মাসে ময়নাগুড়ির জল্পেশে শ্রাবণী মেলায় হাজার হাজার ভক্ত আসেন শিবের মাথায় জল ঢালতে । রোদ বৃষ্টিতে লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করেন পুণ্যার্থীরা । ঝড় বৃষ্টিতে অসুবিধা হত পুণ্যার্থীদের । এখন শেডের মধ্যে দিয়ে সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা । এমনকি মন্দিরের মূল গেটেরও সংস্কার করা হচ্ছে ।

জল্পেশ মন্দিরের শ্রাবণী মেলা

ABOUT THE AUTHOR

...view details