জলপাইগুড়ি, 4 নভেম্বর : সৌরভ চক্রবর্তীর অনুগামীদের সঙ্গে বর্তমান জেলা সভাপতির কোন্দল মেটাতে পারলেন না উত্তরবঙ্গের তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব । দু'বার বৈঠকের পরও বর্তমান জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করেন সৌরভ চক্রবর্তীর অনুগামী প্রাক্তন ব্লক সভাপতিরা ।
লোকসভা ভোটের পরই জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে কিষান কল্যাণীকে জেলা সভাপতি করা হয় । কিষান কল্যাণী তৃণমূলের সভাপতি হওয়ার পরই সৌরভ চক্রবর্তীর সময়ের ব্লক সভাপতিদের কমিটি থেকে বাদ দেওয়া হয় ৷ এমন কী ব্লকে ব্লকে আহ্বায়ক পদে নিজের পছন্দের লোককে বসান কিষান কল্যাণী । এরপরই ক্ষোভে ফেটে পড়েন সৌরভ চক্রবর্তীর সময়ের বিভিন্ন ব্লকের দায়িত্ব থাকা তাঁর অনুগামীরা । অভিযোগ, কিষান কল্যাণী সভাপতি হওয়ার পর তাঁদের কোনও কাজে লাগানো হচ্ছে না ৷ ব্রাত্য করে রাখা হয়েছে ।
আজ উত্তরবঙ্গের তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব পুরানো সমস্ত ব্লক সভাপতি ও বর্তমান জেলা সভাপতি কিষান কল্যাণীকে নিয়ে সার্কিট হাউজ়ে আলোচনায় বসেন । কিন্তু আলোচনায় সমাধান সূত্র বের হয় না ।