পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

haldibari-chilahati goods train :1 অগাস্ট থেকে চালু হবে হলদিবাড়ি-চিলাহাটি রুটে মালগাড়ি পরিষেবা

করোনা ভাইরাসের সংক্রমণের ফলে দুই দেশের রেল যোগাযোগ প্রক্রিয়ায় ভাটা পড়েছিল । সংক্রমণ কিছুটা কমার পর ফের এই দুই দেশের মধ্যে পণ্য পরিবহণের জন্য রেল যোগাযোগ প্রক্রিয়া চালু হতে চলেছে । গত 17 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি হলদিবাড়ি থেকে চিলাহাটি রুটে রেলের এই পরিষেবার সূচনা করেছিলেন । গত 13 জুলাই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত হয় হলদিবাড়ি থেকে চিলাহাটি রুটে ইন্টারচেঞ্জ রেল লিঙ্ক চালু হবে ৷

Goods Train Service will start from August 1 Between India and Bangladesh from Haldibari to Chilahati
1 অগাস্ট থেকে চালু হবে ভারত এবং বাংলাদেশের হলদিবাড়ি-চিলাহাটি রুটে মালগাড়ি পরিষেবা

By

Published : Jul 29, 2021, 5:41 PM IST

জলপাইগুড়ি, 29 জুলাই : অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান । আগামী 1 অগাস্ট থেকে শুরু হচ্ছে হলদিবাড়ি থেকে চিলাহাটি রুটে মালগাড়ি চলাচল ৷ গত বছর 17 ডিসেম্বর ভারত এবং বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী এই রেলপথের সূচনা করেছিলেন । যা আট মাসের বেশি সময় পরে অবশেষে চালু হতে চলেছে ৷ প্রসঙ্গত, 1965 সালের পর এই পথে ফের একবার ভারত এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ চালু হচ্ছে ।

করোনা ভাইরাসের সংক্রমণের ফলে দুই দেশের রেল যোগাযোগ প্রক্রিয়ায় ভাটা পড়েছিল । সংক্রমণ কিছুটা কমার পর ফের এই দুই দেশের মধ্যে পণ্য পরিবহণের জন্য রেল যোগাযোগ প্রক্রিয়া চালু হতে চলেছে । গত 17 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি হলদিবাড়ি থেকে চিলাহাটি রুটে রেলের এই পরিষেবার সূচনা করেছিলেন । গত 13 জুলাই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত হয়, হলদিবাড়ি থেকে চিলাহাটি রুটে ইন্টারচেঞ্জ রেল লিঙ্ক চালু হবে ৷ আর জন্য 1 অগাস্ট দিনটি নির্ধারণ করা হয় ৷

আরও পড়ুন : "আশা ছিল না আবার চালু হবে", আবেগঘন বাংলাদেশের মালগাড়ির চালক

এর জন্য হলদিবাড়ি স্টেশনে কাস্টমস অফিসারদের নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি বিএসএফকে নিরাপত্তার বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে । 1 অগাস্ট থেকে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতের সঙ্গে নতুন রেল পরিষেবা শুরু হবে ৷ আজ উত্তর-পূর্ব সীমান্ত রেলের এনজেপি স্টেশন থেকে দু’টি ইঞ্জিন বাংলাদেশের চিলাহাটি স্টেশনে পৌঁছেছে । বিএসএফ-এর শিলিগুড়ি রাধাবাড়ি সেক্টরের 65 ব্যাটেলিয়ন’র দায়িত্বে রয়েছে এই হলদিবাড়ি ও চিলাহাটি লিঙ্ক গেটের নিরাপত্তা । আজ ভারত থেকে দু’টি ইঞ্জিনের সঙ্গে মোট 13 জন রেলকর্মী বাংলাদেশে গিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details