জলপাইগুড়ি, 29 জুলাই : অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান । আগামী 1 অগাস্ট থেকে শুরু হচ্ছে হলদিবাড়ি থেকে চিলাহাটি রুটে মালগাড়ি চলাচল ৷ গত বছর 17 ডিসেম্বর ভারত এবং বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী এই রেলপথের সূচনা করেছিলেন । যা আট মাসের বেশি সময় পরে অবশেষে চালু হতে চলেছে ৷ প্রসঙ্গত, 1965 সালের পর এই পথে ফের একবার ভারত এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ চালু হচ্ছে ।
করোনা ভাইরাসের সংক্রমণের ফলে দুই দেশের রেল যোগাযোগ প্রক্রিয়ায় ভাটা পড়েছিল । সংক্রমণ কিছুটা কমার পর ফের এই দুই দেশের মধ্যে পণ্য পরিবহণের জন্য রেল যোগাযোগ প্রক্রিয়া চালু হতে চলেছে । গত 17 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি হলদিবাড়ি থেকে চিলাহাটি রুটে রেলের এই পরিষেবার সূচনা করেছিলেন । গত 13 জুলাই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত হয়, হলদিবাড়ি থেকে চিলাহাটি রুটে ইন্টারচেঞ্জ রেল লিঙ্ক চালু হবে ৷ আর জন্য 1 অগাস্ট দিনটি নির্ধারণ করা হয় ৷