জলপাইগুড়ি, 11 মে : এটা বিয়ের বাজার নয়, মাছ-মাংসের বাজার। এই বাজারে ফর্সা নয়, কালো রঙের কদর ও দর বেশি। তাই গায়ের ধবধবে সাদা রঙ কালো করতে যেতে হচ্ছে সেলুনে। না, কোনও দ্বিপদ অর্থাৎ মানুষের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে বিশেষ এক চতুষ্পদের কথা, যাকে আমরা পাঁঠা নামে চিনি । সেলুনে পাঁঠার সেই কলপ করার দৃশ্য ধরা পড়েছে ETV ভারতের ক্যামেরায় ৷
রাজগঞ্জ ব্লকের আমবাড়ি এলাকার একটি সেলুন ৷ হঠাৎ দেখা গেল দু'জন ব্যক্তি ব্যাগে করে একটি পাঁঠা নিয়ে এল সেখানে। তারপর সেলুনের নাপিত অনেক যত্ন করে সেই পাঁঠার সাদা লোম কলপ করে দিলেন।