জলপাইগুড়ি, 23 সেপ্টেম্বর : পাশে পড়ে সুইসাইড নোট ৷ লেখা, "শিবুকে ভালোবেসে বড় ভুল করেছিলাম । সে আমাকে ধোকা দিল ।" প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করল কিশোরী ৷ ঘটনাটি জলপাইগুড়ির কাদোবাড়ির ৷ মৃতের নাম সুর্বণা রায় ৷ গতরাতে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কিশোরী ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷
"শিবুকে ভালোবেসে বড় ভুল করেছিলাম" চিঠি লিখে আত্মঘাতী কিশোরী - girl committed suicide
জলপাইগুড়ির প্রসন্নদেব মহাবিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিল সুবর্ণা ৷ শিবু রায় নামে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রায় দুবছর ধরে তার সম্পর্ক ছিল ৷ প্রতিবেশীদের একাংশের তরফে জানা যায়, সম্প্রতি শিবু সুবর্ণাকে বিয়ে করতে অস্বীকার করে ৷ তার জেরেই গতরাতে আত্মহত্যা করে কিশোরী ৷
জলপাইগুড়ির প্রসন্নদেব মহাবিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিল সুবর্ণা ৷ শিবু রায় নামে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রায় দুবছর ধরে তার সম্পর্ক ছিল ৷ প্রতিবেশীদের একাংশের তরফে জানা যায়, সম্প্রতি শিবু সুবর্ণাকে বিয়ে করতে অস্বীকার করে ৷ গতরাতে খেতে আসার জন্য সুবর্ণাকে ডাকাডাকি করা হলে আর সাড়া পাওয়া যায়নি ৷ পরে তার ঘরে গিয়ে দেখা যায়, ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলছে সুবর্ণা ৷ ঘর থেকে দুটি সুইসাইড নোট উদ্ধার হয় ৷ যেখানে শিবু ছাড়াও আরও দুজনকে দায়ি করেছে সুবর্ণা ৷ লিখে গেছে, দুজন ছেলে তাকে ফোন করে উত্যক্ত করত৷ তিনজনই তার আত্মহত্যার জন্য দায়ি ৷
এই ঘটনায় তিন যুবককে গ্রেপ্তারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে কিশোরীর পরিবার ৷ মৃতের বাবা কেশবচন্দ্র রায় বলেন, "এত ঘটনা আমার জানাই ছিল না । আমার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ি তাদের আমি শাস্তি চাই৷" জলপাইগুড়ি মহিলা থানার OC উপাসনা গুরুং জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷