মালবাজার, 21 জুন : বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে বাড়িতে ঢুকেছিল । তারপর কিছু সই-সাবুদের অছিলায় বাড়ির মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ । ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লক এলাকায় । যুবতীকে বর্তমানে মালবাজার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । অভিযুক্ত যুবকের খোঁজ চালাচ্ছে মালবাজার থানার পুলিশ ।
ক্রান্তি ব্লকের নির্যাতিতার বাড়িতে বিদ্যুতের সংযোগ দিতে এসেছে বলে জানায় অভিযুক্ত । বিশ্বাসও করেন বাড়ির সবাই । মিটার লাগানোর জন্য 500 টাকাও দাবি করে সে । সেই টাকাও দেওয়া হয় ।
এরপরই কিছু সই-সাবুদের কাজ আছে বলে বাড়ির কাউকে তার সঙ্গে যাওয়ার কথা জানায় অভিযুক্ত । যে এলাকায় ওই পরিবারের বাড়ি, সেখান থেকে মূল বাজার এলাকা প্রায় 8-9 কিলোমিটার দূর । সরল মনে যুবকের বাইকে চেপে ক্রান্তি বাজার এলাকায় বিদ্যুতের অফিসের দিকে রওনা দেন ধর্ষিতা । কিন্তু কিছুদূর যেতেই যুবতী বুঝতে পারেন ভুল করে ফেলেছেন । বাইক ততক্ষণে ক্রান্তির দিকের রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তা ধরে ছুটছে । এদিকটায় তেমন লোকজনের বাস নেই । শুনশান । দুদিকে জঙ্গল । সেখানে বাইক থামিয়ে যুবতীকে টেনে হিঁচড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায় অভিযুক্ত । তারপর ধর্ষণ করে বাইক নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ।