পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনা তরুণীর - প্রেমিকের বাড়ির সামনে ধরনা তরুণীর

স্ত্রীর স্বীকৃতির পেতে প্রেমিকের বাড়ির সামনে ধরনা তরুণীর ৷ জলপাইগুড়ির রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর ডাঙাপাড়ার ঘটনা ৷ পলাতক তরুণীর প্রেমিক ও প্রেমিকের পরিবারের বাকি সদস্যরা ৷

girl agitates in front of lover's house in Jalpaiguri
স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনা তরুণীর

By

Published : Jun 26, 2021, 6:35 PM IST

Updated : Jun 26, 2021, 7:14 PM IST

জলপাইগুড়ি, 26 জুন : স্ত্রীর মর্যাদা আদায় করতে প্রেমিকের বাড়ির সামনে বন্ধ ফটকের বাইরেই ধরনায় বসলেন এক তরুণী ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর ডাঙাপাড়া এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকেই প্রেমিকের বাড়ির সামনে হত্যে দিয়ে পড়ে আছেন ওই তরুণী ৷ বিপদ বুঝে ইতিমধ্যেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছেন তাঁর প্রেমিক ও প্রেমিকের বাড়ির সদস্যরা ৷ তরুণীর দাবি, তিনি খুদিভিটা এলাকার বাসিন্দা ৷ গত পাঁচ বছর ধরে ডাঙাপাড়ার বাসিন্দা মানিক আলির সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর ৷

আরও পড়ুন :বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনা তরুণীর

তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন মানিক ৷ এমনকী, মাস তিনকে আগে দুই পরিবার তাঁদের বিয়ে দিতেও একমত হয় ৷ কিন্তু বিয়ের দিন কিছুতেই স্থির করতে চাইছিলেন না মানিক ৷ নানা অজুহাতে পিছিয়ে দিচ্ছিলেন বিয়ের তারিখ ৷

তরুণীকে ঘিরে ভিড় উৎসাহী জনতার ৷

ইতিমধ্যে শুক্রবার তরুণীর বাড়ির সদস্যরা তাঁদের বিয়ের দিন ধার্য করতে যুবকের বাড়িতে যান ৷ অভিযোগ, সেই সময় মানিকের পরিবারের লোকজন বাড়ির গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যান ৷ এরপরই স্ত্রীর মর্যাদার দাবিতে ধরনায় বসেন ওই তরুণী ৷

আরও পড়ুন :স্ত্রীর অধিকারের দাবিতে সন্তান কোলে ধরনায় যুবতি

তরুণীর দাবি, তিনি মানিককে নিজের স্বামী বলেই মানেন ৷ স্বামীর বাড়িতেই থাকতে এসেছেন তিনি ৷ কিন্তু তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ তরুণীর সাফ কথা, এরপর তিনি বাধ্য হবেন তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকতে ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হেমন্ত রায় জানিয়েছেন, তিনি ঘটনা শুনেছেন ৷ সবটাই ব্লক প্রশাসনকে জানানো হয়েছে ৷ পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

Last Updated : Jun 26, 2021, 7:14 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details