পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়িতে নেই ? আপনার চিঠি রাখা থাকবে ডিজ়িটাল লকারে

এবার থেকে আপনার চিঠি রাখা থাকবে ডিজ়িটাল লকারে।

From now, your letter will be kept in a digital locker
এবার থেকে আপনার চিঠি রাখা থাকবে ডিজিটাল লকারে

By

Published : Mar 23, 2020, 11:09 AM IST

Updated : Mar 23, 2020, 12:40 PM IST

জলপাইগুড়ি, 23 মার্চ : আপনার বাড়ি তালা বন্ধ ? আপনি নেই তো কী হয়েছে। আপনার চিঠি রাখা থাকবে ডিজ়িটাল লকারে। যে কোনও সময়ে গিয়ে আপনি চিঠি সংগ্রহ করতে পারবেন। সৌজন্যে ডাক বিভাগ। আপনি কর্মস্থলে আছেন। পোস্টম্যান আপনার বাড়িতে গিয়ে তালাবন্ধ দেখে ফিরে এসেছেন। ফলে, আপনি আপনার পার্সেল পাননি। এবার থেকে মুশকিল আসান করতে চলেছে ডাক বিভাগ।

রাজ্যের ডাক বিভাগের চিফ পোস্ট-মাস্টার জেনেরাল গৌতম ভট্টাচার্য বলেন, ‘‘আমরা কলকাতায় নিউটাউনে দুটি পোস্ট অফিসে আমরা ডিজ়িটাল লকারের ব্যবস্থা করেছি। আমরা উত্তরবঙ্গেও ডিজ়িটাল লকারের ব্যবস্থা করব । ইতিমধ্যে আমরা সার্ভে করে দেখছি কোথায় এই ডিজ়িটাল লকারের প্রয়োজন বেশি সেই জায়গায় আমরা এই ব্যবস্থা করব ।’’

এবার থেকে আপনার চিঠি রাখা থাকবে ডিজ়িটাল লকারে

তিনি আরও বলেন, ‘‘আমরা একটা বিষয় লক্ষ্য করছি উঠতি এলাকায় অনেক যুগল কর্মস্থানে যান । বাড়ি তালাবন্ধ থাকে । পোস্টম্যানরা বাড়িতে গিয়ে না পেয়ে চলে আসেন । ফলে তাদের পার্সেল বা চিঠি সময় মত তাঁরা নিতে পারেন না । এমন অবস্থায় সমস্যা সমাধানের জন্য ডিজ়িটাল লকারের ব্যবস্থা করা হয়েছে । ওই ব্যক্তি যদি পোস্ট মাস্টারের ঠিকানা দিয়ে রাখেন তাহলে মোবাইলে OTP চলে যাবে পার্সেল আসার । পার্সেল বা চিঠি ডিজ়িটাল লকারের রাখা থাকবে । ওই ব্যক্তি তাঁর OTP দিয়ে লকারটি খুলে নিতে পারবেন । আগামীতে আমরা উত্তরবঙ্গেও ডিজ়িটাল লকারের ব্যবস্থা করব ।’’

Last Updated : Mar 23, 2020, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details