পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়ি রোড স্টেশনে থামবে পদাতিক এক্সপ্রেস - jalpaiguri

জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেসের স্টপেজের দাবি দীর্ঘদিনের। অবশেষে সেই আশা পূর্ণ হল। এর আগেও পরীক্ষামূলকভাবে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হত। পরে সেটি বন্ধ হয়ে যায়।

পদাতিক এক্সপ্রেস

By

Published : Mar 9, 2019, 2:51 AM IST

জলপাইগুড়ি, ৯ মার্চ : জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেসের স্টপেজের দাবি দীর্ঘদিনের। অবশেষে সেই আশা পূর্ণ হল। এর আগেও পরীক্ষামূলকভাবে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হত। পরে সেটি বন্ধ হয়ে যায়। এবার থেকে পাকাপাকিভাবে জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেস দাঁড়াবে।

২০১৭ সালের ১০ নভেম্বর জলপাইগুড়ি রোড স্টেশনে স্টপেজ দিয়েছিল পদাতিক এক্সপ্রেস। সেদিন পদাতিককে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত হয়েছিল অনেকে। কিন্তু একমাসের মধ্যেই বন্ধ হয়ে যায় পদাতিকের স্টপেজ।

দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ শিয়ালদাগামী ট্রেনের স্টপেজ পেল জলপাইগুড়িবাসী। কলকাতাগামী দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবি দীর্ঘদিনের। কংগ্রেস, BJP, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বামপন্থী ছাত্র যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভ্যালি, গ্রিন সিটি সহ বিভিন্ন অরাজনৈতিক দল রোড স্টেশনে শিয়ালদাগামী ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আসছিল। একাধিকবার পালিত হয়েছে রেল রোকো কর্মসূচি।

২০১৭ সালের ১০ নভেম্বর থেকে গত বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত আলিপুরদুয়ার থেকে শিয়ালদাগামী ১২৩৭৭/৭৮ পদাতিক এক্সপ্রেস জলপাইগুড়ি রোড স্টেশনে স্টপেজ দিলেও তা বন্ধ হয়ে যাায়। এবার স্থায়ীভাবেই পদাতিক এক্সপ্রেস জলপাইগুড়ি রোড স্টেশনে দু'মিনিটের কর্মাশিয়াল স্টপেজ দেবে। জলপাইগুড়ি রোড স্টেশনে প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিট নাগাদ শিয়ালদা থেকে এসে আলিপুরদুয়ার যাওয়ার পথে পদাতিক এক্সপ্রেস রোড স্টেশনে থামবে। আবার আলিপুরদুয়ার থেকে কলকাতা যাওয়ার পথে রাত ৮টা ১০ মিনিট নাগাদ স্টপেজ দেবে বলে জানা গেছে।

ABOUT THE AUTHOR

...view details