জলপাইগুড়ি, 16 মে : আজ থেকে করোনা সংক্রমণ রুখতে রাজ্যে কড়া বিধিনিষেধ ৷ যার জেরে বন্ধ হোটেল । এই অবস্থায় বিপাকে পড়েছিলেন জলপাইগুড়ি সদর হাসপাতালে আসা রোগীর আত্মীয়স্বজনরা । রোগীর আত্মীয়দের সমস্যার কথা আঁচ করে দুপুরের খাবারের ব্যবস্থা করলেন জলপাইগুড়ির আনন্দধারা নামে একটি সংস্থা ।
আজ দুপুরে জলপাইগুড়ি সদর হাসপাতালের রোগীদের আত্মীয় ও রোগী নিয়ে আসা টোটো চালকদের দুপুরের আহারের ব্যবস্থা করে আনন্দধারা নামক একটি সংস্থা । হোটেল বন্ধ থাকায় এবং বিনামূল্যে খাবার পেয়ে খুশি রোগীর আত্মীয়স্বজনরা । গতকাল এই কড়া বিধিনিষেধের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ হাসপাতালে আসা মানুষরা যে সমস্যায় পড়বে তা গতবছরের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিলেন আনন্দধারার সদস্যরা ৷ তাই দেড়শো মানুষের মতো খাবারের প্যাকেট নিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে চলে আসেন তারা ৷
রোগীর আত্মীয়দের মুখে খাবার তুলে দিল আনন্দধারা আরও পড়ুন : নির্ধারিত সময়ের পরও খোলা দোকান, জমিয়ে আড্ডা ; গ্রেফতার 7
আপাতত সপ্তাহে দু‘-তিনদিন এভাবে খাবার বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আনন্দধারার সম্পাদক গৌতম দে ৷ জনসাধারণ পাশে দাঁড়ালে সেটা সপ্তাহে সাতদিনে দাঁড়াবে বলে আশা তাঁর ৷ তিনি বলেন, "আমরা কোনও স্বেচ্ছাসেবী সংগঠন নই । আমরা এই আনন্দধারা পারিবারিক সংস্থার সদস্যরা নিজেদের উদ্যোগে এই বিনামূল্যে আহারের ব্যবস্থা করেছি ।"
তিনি আরও বলেন, "সমস্ত দোকানপাট বন্ধ । সদর হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা কোথায় খাবার পাবেন । তাঁদের কথা চিন্তা করেই দুপুরের দু‘মুঠো আহারের ব্যবস্থা করেছি । আমরা জানতাম না প্রথম দিন এত ভিড় হবে । পরের দিন থেকে চেষ্টা করব আরও বেশি করে খাবার আনার । তবে সহযোগিতা পেলে সপ্তাহে প্রতিদিনই এই আয়োজন করতে পারি । আপাতত আমরা সপ্তাহে দু‘দিন করে খাবারের ব্যবস্থা করব ।"