জলপাইগুড়ি, 29 জুলাই : নামতে চেয়েছিল নিউ জলপাইগুড়িতে । কিন্তু স্টেশনের নাম একইরকম হওয়ায় ভুল করে নেমে পড়ে জলপাইগুড়ি রোড স্টেশনে । আর তাতেই RPF-র হাতে ধরা পড়ল চার রোহিঙ্গা । ভেস্তে গেল দু'জনের বিয়ের পরিকল্পনাও । জানা গেছে, তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে । NJP স্টেশন থেকে তাদের দিল্লি যাওয়ার কথা ছিল ।
গতকাল জলপাইগুড়ি রোড স্টেশনে মহম্মদ রফিক (২০), আনোয়ারা বেগম (১৮), দিলদার বেগম (১৮) এবং ইয়াসমিন আরা নামে চার রোহিঙ্গাকে আটক করে RPF । তুলে দেয় জলপাইগুড়ি GRP-র হাতে । তাদের জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তারা আদতে মায়ানমারের নাগরিক হলেও 2017 সালে বাংলাদেশের শরণার্থী শিবিরে গিয়ে থাকে । সেখান থেকেই ভারত-বাংলাদেশ আখাউড়া সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় ঢোকে তারা । তারপর সেখান থেকে ট্রেন ধরে আসে জলপাইগুড়ি রোড স্টেশনে । রফিক আনোয়ারা ও বাকি দু'জনকে নিয়ে দিল্লিতে যাচ্ছিল । সেখানেই দিদির কাছে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা করেছিল । রফিক আনোয়ারাকে বিয়ে করত এবং দুই বোন দিলদার ও ইয়াসমিনের বিয়ে দিত ।