পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর কাছে বেতন বৃদ্ধির দাবি প্রাক্তন কেএলও জঙ্গিদের - মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে খোলা চিঠি দিলেন তাঁরা ৷ একইসঙ্গে নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন প্রাক্তন কামতাপুরি আন্দোলনের সঙ্গে জড়িত বর্তমান জেলা পুলিশের হোমগার্ডরা।

Mamata Banerjee
উত্তরবঙ্গে সফরকালে মুখ্যমন্ত্রীর কাছে বেতন বৃদ্ধির দাবি প্রাক্তন কেএলও জঙ্গীদের

By

Published : Oct 25, 2021, 5:49 PM IST

Updated : Oct 26, 2021, 12:18 PM IST

জলপাইগুড়ি, 25 অক্টোবর : উত্তরবঙ্গে সফরকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিলেন জলপাইগুড়ি জেলা পুলিশের হোমগার্ড তথা প্রাক্তন কেএলও জঙ্গি ও লিংকম্যানরা । রাজ্য সরকার তাঁদের স্পেশাল হোমগার্ডের চাকরি দিয়েছে । তাই সোমবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে খোলা চিঠি দিলেন তাঁরা ৷ চিঠিতে নিজেদের সমস্যার কথাও তুলে ধরলেন প্রাক্তন কামতাপুরি আন্দোলনের সঙ্গে জড়িত বর্তমান জেলা পুলিশের হোমগার্ডরা।

এদিন জেলা পুলিশের হোমগার্ড ধীরেন রায় এবং শৈলেন্দ্রনাথ রায় বলেন, "আমরা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ আমাদের চাকরি দেবার জন্য। কিন্তু হোমগার্ডে চাকরি পাওয়ার পর বর্তমানে আমরা যে বেতন পাচ্ছি, তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি বাড়ি থেকে ৪০-৫০ কিলোমিটার দূরে ডিউটি করতে হচ্ছে, ফলে আমাদের যাতায়াতের পিছনেও অনেক খরচ হচ্ছে । এমনকি অনেকেই আছেন যাঁরা ট্রেনিং নেওয়ার পর বা কাজে যোগ দেওয়ার একমাসের মধ্যে অবসর গ্রহণ করছেন । ফলে চাকরি পেলেও চাকরির বয়স পেরিয়ে যাওয়ার ফলে তাঁরা চাকরি ভোগ করতে পারছেন না। আমরা চাই সেই সকল অবসরপ্রাপ্ত কর্মীদের পরিবারের একজনকে যাতে রাজ্য সরকার চাকরি দেয়।"

আরও পড়ুন : 15 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, নির্দেশ মুখ্যমন্ত্রীর

এদিন মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠিতে প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানরা জানিয়েছেন, যে বেতন তাঁরা পাচ্ছেন তাতে সমাজের মূল ধারায় এসে সংসার অতিবাহিত করতে পারছেন না । সে কারণে পুলিশের সমস্ত রকম সুযোগ-সুবিধা ও বেতন বৃদ্ধির দাবি মুখ্যমন্ত্রীর কাছে করা হয়েছে।

Last Updated : Oct 26, 2021, 12:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details