জলপাইগুড়ি, 24 জুলাই: ডেঙ্গিতে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মৃত্যু জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ মহেন্দ্র কুমার রায়ের ছেলে দেবব্রত রায় ৷ আজ ভোরে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে দেবব্রত রায়ের মৃত্যু হয়েছে ৷ ডেঙ্গি সংক্রমণের জেরে তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে ৷ ওই সূত্র এও জানিয়েছেন, প্রাক্তন সাংসদের ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন ছিলেন ৷ অন্যদিকে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর ৷ জলপাইগুড়ির রাজগঞ্জে প্রাক্তন সাংসদের বাড়ি ৷ জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের তরফে ওই এলাকায় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে ৷
জানা গিয়েছে, বহুদিন থেকেই জ্বরে ভুগছিলেন 38 বছরের দেবব্রত রায় ৷ জ্বর না কমায় গত 12 জুলাই তাঁকে শিলিগুড়ির বেসরকারি একটি হাসপাতালে ভরতি করানো হয় ৷ রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি সংক্রমণ ধরা পড়ে ৷ সেই মতো চিকিৎসাও শুরু হয় ৷ হাসপাতালের ওই সূত্র জানিয়েছে, সংক্রমণের জেরে প্রাক্তন সাংসদের ছেলের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যায় ৷ সেই কারণেই ডেঙ্গি থেকে সেরে উঠলেও, তার প্রভাবে দেবব্রত রায়ের শরীরের বিভিন্ন অঙ্গ একে একে কাজ করা বন্ধ করে দেয় ৷ চিকিৎসকরা তাঁকে সুস্থ করার চেষ্টা করলেও ব্যর্থ হন ৷