জলপাইগুড়ি, 7 ডিসেম্বর: "চাকরির মেয়াদ বাকি আর মোটে একবছর ! এই বয়সে আমাকে হাতি তাড়াতে পাঠানো হল দলগাঁও স্কোয়াডে !" তৃণমূল কংগ্রেসের কর্মচারী সংগঠন ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর ক্ষোভের এই সুর শোনা গেল উত্তরবঙ্গের এক বিট অফিসারের গলায় (Forest Officer joins BJP) ! একইসঙ্গে, তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রামপঞ্চায়েতের প্রধানও বিজেপিতে যোগ দেওয়ায় বিপাকে রাজ্যের শাসকদল ৷ আপাতত এই দুই ঘটনা নিয়েই চর্চা চলছে জলপাইগুড়ির জেলা রাজনৈতিক মহলে ৷
সংশ্লিষ্ট বনাধিকারিক জলপাইগুড়ি (Jalpaiguri) বনবিভাগের বিট অফিসার ৷ তাঁর আর একবছর চাকরি রয়েছে ৷ কিন্তু এই সময়ে তাঁকে দলগাঁও স্কোয়াডে বদলি করে দেওয়া হয় ৷ উল্লেখ্য, দলগাঁওয়ে বুনো হাতির তাণ্ডব রোজের ঘটনা ৷ ফলে হাতি তাড়াতেই দিন কাবার হয়ে যায় ৷ প্রৌঢ় বয়সে এত ঝক্কি আর নিতে পারছেন না ওই বনাধিকারিক ৷ ঘটনায় বেজায় চটেছেন তিনি ৷ তাঁর সাফ কথা, "এত দিন তৃণমূল করলাম ৷ দলের কর্মীদের সুখ-দুঃখে সবসময় তাঁদের পাশে থেকেছি ৷ কিন্তু, আজ আমার পাশে কেউ নেই ৷ তাই আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলাম।"
বদলিতে নাখুশ বনাধিকারিক যোগ দিলেন বিজেপিতে আরও পড়ুন:ইডি-সিবিআই থেকে বাঁচাতে দলবদল ও পদলেহন, হলদিয়ায় শুভেন্দুকে আক্রমণ অভিষেকের
এদিকে, গত সপ্তাহ থেকেই জেলার তৃণমূল কংগ্রেসে ভাঙনের খবর আসছে ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে বানারহাট ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত শালবাড়ি-2 গ্রামপঞ্চায়েতের প্রধান কালীপদ রায় ও অন্য এক পঞ্চায়েত সদস্য-সহ অন্তত 100 জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন ৷
জেলার বিজেপি সভাপতি বাপি গোস্বামী এই প্রসঙ্গে বলেন, "আগামী দিনে আরও চমক আসছে ৷ ভদ্রলোকেরা তৃণমূল কংগ্রেসে থাকতে পারবেন না ৷ তাই একে একে সবাই বিজেপিতে আসছেন ৷ সাধারণ মানুষের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে কালীপদ রায় তাঁর অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগদান করেছেন ৷"
বিজেপিতে যোগদানের পর কালীপদ বলেন, "বহু দিন ধরেই তৃণমূলে ছিলাম ৷ 2011 সাল থেকে 2020 পর্যন্ত দলের অঞ্চল সভাপতির পদ সামলেছি ৷ এছাড়া, ধূপগুড়ি ব্লকের পঞ্চায়েত সমিতিরও সদস্য ছিলাম ৷ কিন্তু বর্তমানে দলের মধ্যে যা চলছে, তা মানতে পারছি না ৷ এই মুহূর্তে সুস্থ অবস্থায় কেউ দল করতে পারবেন না ৷ তাই দল ছাড়লাম ৷"
অন্যদিকে, জেলা তৃণমূল যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, "কালীপদ রায় দীর্ঘ প্রায় একবছর ধরেই আর পঞ্চায়েতের কার্যালয়ে যেতেন না ৷ তিনি বিজেপিতে যাওয়ায় আমাদের দলের কোনও সমস্যা হবে না ৷" পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ির জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায় বলেন, "তলে তলে অনেকেই বিজেপির সঙ্গে আঁতাত করে রেখেছেন ৷ সব পরিষ্কার হয়ে যাচ্ছে ৷ কে, কী করতেন, তা এখন জলের মতোই পরিষ্কার ৷"