পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনকর্মীদের জন্য নতুন বিমা

গোরুমারা জাতীয় উদ্যানের গেটের সামনে আজ চেক পোস্টের উদ্বোধন করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । তিনি ঘোষণা করেন, কোনও বনরক্ষী বা আধিকারিক আহত বা নিহত হলে সরকারি প্যাকেজ ছাড়াও তাঁদের বিমার ব্যবস্থা করবে বনদপ্তর ।

jal
jal

By

Published : Jun 27, 2020, 2:10 AM IST

বনকর্মীদের জন্য নতুন বিমা

জলপাইগুড়ি, 25জুন : বনদপ্তরের কর্মীদের জন্য নতুনআর্থিক সাহায্যের ঘোষণা বনদপ্তরের । আজ বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান,চোরাচালান রুখতে বা বন্যপ্রাণী তাড়াতেগিয়ে কোনও বনরক্ষী বা আধিকারিক আহত বা নিহত হলে সরকারি প্যাকেজ ছাড়াও তাঁদের বিমারব্যবস্থা করবে বনদপ্তর । নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহত ব্যক্তিকেএক লাখ টাকা দেওয়া হবে ।

গোরুমারাজাতীয় উদ্যানের গেটের সামনে আজ চেক পোস্টের উদ্বোধন করেন বনমন্ত্রী রাজীববন্দ্যোপাধ্যায় । গোরুমারা জাতীয় উদ্যানের খুনিয়াতে ওয়াচ টাওয়ার ও চেক পোস্টেরউদ্বোধন হয় ।

আজরাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “এইচেক পোস্টের দীর্ঘদিন প্রয়োজন ছিল ।24ঘণ্টা এখান থেকে নজরদারি করা হবে । সবসময়ের জন্য বনকর্মীরা থাকবেন এই চেকপোস্টে ।CCTV-ও লাগানো হয়েছে । জাতীয় উদ্যানেবেআইনি প্রবেশ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

লকডাউনেরজেরে জঙ্গল বন্ধ ছিল । আবারও তিনমাসের জন্য জঙ্গল বন্ধ । ফলে কোনওভাবেই ছাড় দেওয়াযায় কি না তা নিয়ে আধিকারিকদের নিয়ে একটা বৈঠক করা হবে । আগামীকাল সিদ্ধান্তের কথাজানাতে পারবেন বলে বনমন্ত্রী জানান । তিনি বলেন, “আমরা বনকর্মী নিয়োগের বিষয়েমুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি । আশা করি আমরা রাজ্য সরকারের সবুক সংকেত পেয়ে যাব। এরপরেই কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে ।আজ বনমন্ত্রীর সঙ্গে ছিলেন নাগরাকাটারবিধারক শুক্রা মুণ্ডা, DFOনিশাগোস্বামী, CCFউজ্জ্বলঘোষ এবংCFবিপিনকুমারসুদ সহ অন্যান্যরা ।

ABOUT THE AUTHOR

...view details