জলপাইগুড়ি, 1 এপ্রিল : ফের ক্যাঙারু উদ্ধার হল উত্তরবঙ্গ থেকে (Kangaroo Rescued in Gajoldoba) ৷ বাংলা-অসম সীমান্ত এলাকা বারোবিশার পর এবার গজলডোবা ক্যানেল রোড ৷ শুক্রবার, মালবাজার থেকে গজোলডোবা যাওয়ার ক্যানেল রোডে একটি স্করপিও গাড়ি থেকে দুটি ক্যাঙারু উদ্ধার করেন বনকর্মীরা ৷ এর আগে গত 12 মার্চ পাচার হওয়ার আগে একটি ক্যাঙারুকে উদ্ধার করেছিল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানা এলাকার বারোবিশা ফাঁড়ি । 31সি জাতীয় সড়কে অভিযান চালিয়ে ওই পূর্ণ বয়স্ক ক্যাঙারুটিকে উদ্ধার করা হয়েছিল ৷
Kangaroo Rescued in Gajoldoba : ফের ক্যাঙারু পাচারের চেষ্টা, উদ্ধার বনকর্মীদের তৎপরতায় - Kangaroo Rescued in Alipurduar
এর আগে গত 12 মার্চ আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানা এলাকার বারোবিশা ফাঁড়ির পুলিশ আরেকটি ক্যাঙারু উদ্ধার করেছিল (Kangaroo Rescued in Alipurduar) ৷
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ-অসম সীমান্তে এই প্রথম উদ্ধার অস্ট্রেলিয়ান ক্যাঙারু, নজির বারোবিশা পুলিশের
এদিন, এই দুটি ক্যাঙারুকে উদ্ধার করেন বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা । বৈকুণ্ঠপুর বনবিভাগের ডিএফও হরিকৃষ্ণণ জানিয়েছেন, মালবাজার থেকে গাজোলডোবা যাওয়ার ক্যানেল রোডে একটি স্করপিও গাড়ি থেকে এই দুটি ক্যাঙারুকে উদ্ধার করা হয় । তবে পাচারকারীরা পলাতক ৷ তিনি বলেন, "আমরা ক্যাঙারু দুটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে গিয়েছে । প্রাণী দুটির শারীরিক পরীক্ষা করানো হবে ৷ এরপর আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।" বনকর্মীদের অনুমান, পাচারের উদ্দেশ্যেই ক্যাঙারু দুটিকে নিয়ে যাওয়া হচ্ছিল ।