পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলছুট হস্তিশাবককে উদ্ধার করলেন বনকর্মীরা

সন্ধ্যে নাগাদ বনকর্মীরা শাবকটিকে জাল দিয়ে পেঁচিয়ে গাড়িতে তুলে কয়েক কিলোমিটার দূরে হাতির দলটির কাছে ছেড়ে দেয়।

jalpaiguri
jalpaiguri

By

Published : Nov 7, 2020, 9:08 PM IST

জলপাইগুড়ি, 7 নভেম্বর : দলছুট হস্তিশাবককে উদ্ধার করে বনে ফেরালেন বনকর্মীরা। আজ বিকেলে রেডব্যাঙ্কের বন্ধ চা বাগান এলাকায় একটি দুই মাস বয়সি হাতির শাবককে ছুটোছুটি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপরই খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীদের।


শাবকটিকে বনে ফেরাতে হিমসিম খেতে হয় বনবিভাগের কর্মীদের । দীর্ঘ চেষ্টার পর আজ সন্ধ্যে নাগাদ বনকর্মীরা শাবকটিকে জাল দিয়ে পেঁচিয়ে গাড়িতে তুলে কয়েক কিলোমিটার দূরে হাতির দলের কাছে ছেড়ে দেন।

বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক শুভাশিস রায় বলেন, “দীর্ঘ সময় চেষ্টার পর দলছুট হস্তিশাবকটিকে বনে ফেরানো সম্ভব হয়েছে।”

ABOUT THE AUTHOR

...view details