জলপাইগুড়ি, 15 জানুয়ারি : বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে এল তিন সদস্যের ফরেনসিক দল (forensic team at maynaguri rail accident spot) । সোমবার কলকাতা থেকে রাজ্যের ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে আসেন । তাঁরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন । তাঁদের সঙ্গে ছিলেন রেলের আধিকারিকরাও ।
গত 13 তারিখ ময়নাগুড়ির দোমহনিতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে (Bikaner-Guwahati Rail Accident) । 12টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় । মৃত্যু হয় 9 জনের । আহত হন 42 জন । আহতদের উদ্ধারকার্যে নামানো হয় সেনাবাহিনী, এসএসবি, বিএসএফ, এনডিআরএফকে ৷
এরপর ঘটনাস্থলে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ । তিনি জানিয়েছিলেন, কমিশনার অব রেলওয়ে সেফটিকে দিয়ে তদন্তের পরই দুর্ঘটনার কারণ জানা যাবে ৷
ট্রেন দুর্ঘটনার তদন্তে নামেন কমিশনার অব রেলওয়ের সেফটি লতিফ খান । তিনি আহত যাত্রীদের সঙ্গে একে একে কথা বলেন । ট্রেনের চালক-সহ দোমহনী ও জলপাইগুড়ি রোড স্টেশনের স্টেশন মাস্টারের সঙ্গেও তিনি কথা বলেন ৷ উচ্চপর্যায়ের তদন্তের জন্য আলিপুরদুয়ারে রয়েছেন রেলের শীর্ষ আধিকারিকরা ।
ময়নাগুড়ি রেল দুর্ঘটনার তদন্তে ফরেনসিক দল কী কারণে এই ট্রেন দুর্ঘটনা, এখনও পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট পেশ করতে পারেনি রেল । তবে কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না রেল । ইঞ্জিনের সমস্যা নাকি চালকের ভুল, সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে । কারণ, চালক আগেই বুঝতে পেরেছিলেন, একটা সমস্যা ইঞ্জিনে হচ্ছে । তা সত্ত্বেও তিনি কেন ট্রেনটি চালালেন সেই প্রশ্নও উঠছে ।
আরও পড়ুন :Guwahati Bikaner Express Derail : প্রাণে বাঁচলেও খোয়া গিয়েছে বিয়ের টাকা, উদ্ধারের আশায় ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে পাত্র-পাত্রী পক্ষ