পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: তৃণমূল প্রার্থীর প্রচার চলাকালীন হামলায় জখম 5, কাঠগড়ায় বিজেপি - তৃণমূল প্রার্থীর প্রচার চলাকালীন হামলায় জখম 5

প্রচার চলাকালীন তৃণমূল প্রার্থী উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনায় জখম প্রার্থী-সহ পাঁচ জন ৷ অভিযোগের তির বিজেপির দিকে ৷

TMC candidate
তৃণমূল প্রার্থী উপর হামলা

By

Published : Jun 27, 2023, 1:33 PM IST

তৃণমূল প্রার্থীর প্রচার চলাকালীন হামলায় জখম 5

ধূপগুড়ি, 27 জুন:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলা সফরে রয়েছেন ৷ সেই সময়ে ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের 15/161 নম্বর অংশে । পঞ্চায়েত ভোটের প্রচার চলাকালীন অস্ত্র নিয়ে তৃণমূল প্রার্থীর উপর হামলার অভিযোগ । এই ঘটনায় আহত হয়েছেন শাসকদল তৃণমূলের পাঁচ কর্মী । হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে ।

জানা গিয়েছে, গতকাল রাতে তৃণমূল প্রার্থী মৃণাল রায় বেশ কয়েকজন কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় ভোট প্রচারে বের হন । তৃণমূলের অভিযোগ, সে সময় ওই প্রার্থী-সহ তৃণমূল কর্মীদের উপর আচমকা চড়াও হয়ে আক্রমণ চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা । যেখানে মৃণাল ভোট প্রচার করছিলেন সেই অংশ বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত ৷ আর সেখানেই আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী ৷ ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । তড়িঘড়ি দলীয় কর্মীরা আক্রান্ত প্রার্থী-সহ বাকিদের চিকিৎসার জন্য ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন । সেখানে তাঁদের সকলের প্রাথমিক চিকিৎসা হয় ৷ এরপরেই ঘটনা নিয়ে তাঁরা সকলে ধূপগুড়ি থানার দ্বারস্থ হন ।

আরও পড়ুন:টাকা দিয়ে সেটিং! তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির

তৃণমূল প্রার্থী মৃণাল রায় কার্জী বলেন, "দলীয় কর্মীদের নিয়ে আমি প্রচার করতে যাই ৷ সে সময় আচমকা এসে বিজেপির লোকজন মারধর করে । আমাকে বাঁচাতে গিয়ে আরও পাঁচজন আমাদের কর্মী জখম হয়েছেন । এই ঘটনা নিয়ে আমরা পুলিশ ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হব ।" যদিও তৃণমূলের অভিযোগকে মানতে নারাজ গেরুয়া শিবির ৷ বিজেপির পশ্চিম মন্ডল সভাপতি কমলেশ সিংহ রায়ের দাবি, তৃণমূল প্রচারে থাকার জন্য কিছু মানুষকে মদ্যপ অবস্থায় এলাকায় নামিয়ে দিয়েছে । সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করা হচ্ছে । সাধারণ মানুষ তার প্রতিবাদ করেন । তিনি বলেন, "তৃণমূলের সব মন গড়া কথা ৷ তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে ৷ আগামিদিনে বারোঘরিয়া অঞ্চল বিজেপি দখল করবে ৷ তৃণমূলের কর্মীরা আমাদের দু'জন বিজেপি সর্মথককে ধাক্কাধাক্কি করে ।"

ABOUT THE AUTHOR

...view details