জলপাইগুড়ি, 27 নভেম্বর : চলন্ত বাসে আগুন ৷ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ির ধূপগুড়িতে। আগুনের জেরে বাস থেকে নেমে যান যাত্রীরা৷ আজ ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় ওই মিনি বাসে আগুন লেগে৷ অবশেষে দমকল কর্মীরা ঘটনাস্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে৷
ধূপগুড়িতে চলন্ত বাসে আগুন - জলপাইগুড়ি থেকে বীরপাড়া
মাঝপথে বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে ৷ সেই দেখে বাস দাঁড় করিয়ে দেন চালক। কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন লেগে যায়।
fire
জানা গিয়েছে, জলপাইগুড়ি থেকে বীরপাড়া যাচ্ছিল বাসটি ৷ মাঝপথে বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে ৷ সেই দেখে বাস দাঁড় করিয়ে দেন চালক। কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে। অবশেষে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার হাত থেকে রেহায় পেয়েছেন প্রায় 30 জন যাত্রী ৷ বাসের চালক জানান, জলপাইগুড়ি থেকে বীরপাড়া যাওয়ার পথে ধূপগুড়ি ওভারব্রিজ পার করার সময় বাস থেকে ধোঁয়া বের হতে শুরু করে ।