পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধুপগুড়িতে বাজারে আগুন, পুড়ে ছাই 7টি দোকান - ধুপগুড়ি

ধুুুুপগুড়িতে আগুনে পুড়ে গেল বাজারের সাতটি দোকান । দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।

ঘটনাস্থানের ছবি

By

Published : Jun 19, 2019, 6:44 AM IST

Updated : Jun 19, 2019, 12:07 PM IST

ধুপগুড়ি, 19 জুন : আগুনে পুড়ে গেল বাজারের সাতটি দোকান । দুর্ঘটনাটি ধুপগুড়ির জলঢাকা সেতু সংলগ্ন জলঢাকা বাজারের । ঘটনাস্থানে দমকলের দুটি ইঞ্জিন । চলছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা ।

আগুনে পুড়ল দোকান

আজ মধ্যরাতে বাজারের একটি দোকানে আগুন লাগে । মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 2 টি ইঞ্জিন । পৌঁছেছে পুলিশও । 5টি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে ।

দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।

Last Updated : Jun 19, 2019, 12:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details