জলপাইগুড়ি, 7 অক্টোবর: কৃত্রিমভাবে নদীতে বাঁধ দেওয়ায় এই বিপত্তি দেখা দিয়েছে । যার ফলে আচমকা আসা হড়পা বানে মৃত্যু হয়েছে 8 জনের । এই অভিযোগ এনে মালবাজার পৌরসভার চেয়ারম্যান ও মাল মহকুমাশাসকের দফতরের বিরুদ্ধে মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতা এক মহিলার স্বামী তথা এক শিশুর বাবা (FIR Against Mal Municipality and SDO) । ওইদিনের ঘটনায় স্ত্রী এবং পুত্রকে হারিয়ে অভিযোগকারী দিলীপ পণ্ডিতের দাবি, দোষীদের কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে ।
তাঁর দাবি, গত 5 তারিখে মাল শহরের বাসিন্দা দিলীপ পণ্ডিতের স্ত্রী বিভাদেবী পণ্ডিত (28) এবং পুত্র অংশ পণ্ডিত (7) মাল নদীর ঘাটে প্রতিমা বিসর্জন দেখতে যায় । হঠাৎ করে হড়পা বান এসে 2 জনকেই ভাসিয়ে নিয়ে যায় ৷ এরপরে স্ত্রী ও সন্তানের মৃতদেহ উদ্ধার হয় । দিলীপবাবুর অভিযোগ, নদীতে কৃত্রিম ভাবে বাঁধ দেওয়ার কারণেই এই দুর্ঘটনা হয়েছে ৷ পাশাপাশি এর জন্য দায়ী মালবাজার পৌরসভার চেয়ারম্যান ও মাল মহকুমা শাসকের দফতর-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা । এদের শাস্তির দাবি করে মাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দিলীপ পণ্ডিত ।