জলপাইগুড়ি, 8 ডিসেম্বর : রক্তমাখা পায়ের ছাপ আসলে ভাল্লুকের ৷ নিশ্চিতভাবে বলতে না পারলেও সিসিটিভির ফুটেজ দেখে বন বিভাগের ইঙ্গিত এটি ভাল্লুকের পায়ের ছাপ ৷ তিস্তা উদ্যানের প্রবেশ পথের সিসি ক্যামেরায় ভাল্লুকের মতো জন্তুর ছবি ধরা পড়তেই মঙ্গলবার দিনভর আতঙ্কে রয়েছেন জলপাইগুড়িবাসী (Panic over presence of bear in Jalpaiguri) ৷ ভাল্লুকের আতঙ্কে এদিন তিস্তা উদ্যানের পাশে চলা বইমেলা বন্ধ করার পাশাপাশি তিস্তা উদ্যানও বন্ধ করে দেওয়া হয় তড়িঘড়ি ৷ ভাল্লুক থেকে সাবধান ও সচেতন থাকতে প্রশাসনের তরফে শহর জুড়ে শুরু করা হয়েছে মাইকিং ।
এছাড়াও তিস্তা উদ্যানের চারপাশে আরও বেশি সংখ্যায় সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে । উদ্যানে তল্লাশি চালানোর পর বনকর্মীরা তার বিপরীতে থাকা জেলাশাসকের বাংলো, সার্কিট হাউস ও ডিভিশনাল কমিশনারের দফতরের পিছনে ফটকা ফাটিয়েও কিছু পাননি ৷
এই বিষয়ে উদ্যান ও কানন বিভাগের ডিএফও অঞ্জন গুহ জানান, বন্যপ্রাণীর পায়ের ছাপ পাওয়া গিয়েছে । আপাতদৃষ্টিতে ভাল্লুকের পায়ের ছাপ বলে মনে করা হচ্ছে । সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কয়েকদিন পার্ক বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই ঘটনার পর অনেক সংখ্যায় বনকর্মীদের মোতায়েন করা হয়েছে শহর জুড়ে (Jalpaiguri News)।
Panic over presence of bear in Jalpaiguri : তিস্তা উদ্যানে রক্তমাখা পায়ের ছাপ কি ভাল্লুকের ? ধন্দে বন বিভাগ - bear in jalpaiguri
অজানা এক জন্তুর রক্তমাখা পায়ের ছাপ খবরের শিরোনামে আনে জলপাইগুড়িকে (Panic for bear in Jalpaiguri) ৷ সিসিটিভি ফুটেজ দেখে জলপাইগুড়ি বন বিভাগের অনুমান এটি ভাল্লুকের পায়ের ছাপ ৷ যদিও এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত নয় বন বিভাগ ৷
জলপাইগুড়িতে ভাল্লুকের আতঙ্ক