ময়নাগুড়ি, 15 জানুয়ারি : কোচবিহারে দেশের বাড়ি থেকে মেয়ের বিয়ে দেবেন ৷ তাই সপরিবারে জয়পুর থেকে আপ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসে ফিরছিলেন নরেশ বর্মন ৷ মেয়ের বিয়ের জন্য গচ্ছিত টাকাপয়সা, গয়না সবই ছিল সঙ্গে ৷ কিন্তু বৃহস্পতিবার ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনায় সব খুঁইয়ে কার্যত সর্বস্বান্ত তিনি (Father lost all the savings for his daughter marriage in Mainaguri train derail incident) ৷
প্রাণে বেঁচে গিয়েছেন বটে ৷ কিন্তু খোয়া গিয়েছে মেয়ের বিয়ের জন্য ধার করে আনা সমস্ত টাকা, বিয়ের সমস্ত অলংকার ৷ হারিয়েছেন এক প্রিয়জনকেও ৷ দুর্ঘটনার পর তাঁদেরও উদ্ধার করে নিয়ে যাওয়া হাসপাতালে ৷ শনিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই পাত্রীপক্ষ হাজির হয়েছিল দুর্ঘটনাস্থলে ৷ আশা নেই, তবুও খোয়া যাওয়া নগদ টাকা, সোনার গয়নার খোঁজেই দুর্ঘটনাস্থলে আসা তাঁদের ৷