জলপাইগুড়ি, 1 জুন : হেলিপ্যাডের জন্য শিলিগুড়ির কাছে গাজোলডোবা এলাকায় কৃষকদের না জানিয়ে তাঁদের জমি নেওয়ার অভিযোগ উঠেছে । গাজোলডোবার টাকিমারি মিলনপল্লীর 16 নম্বর বুথের ঘটনা ।
কৃষকদের অভিযোগ, তাঁদের সঙ্গে প্রশাসন আলোচনা না করে জমি নিচ্ছে । তাঁদের দাবি, জমি নিলে ক্ষতিপূরণ দিতে হবে । প্রশাসন তাঁদের দাবি না মানলে তাঁরা আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে । স্থানীয় কৃষক চৈতন্য বাড়ুই বলেন, "আমাদের জমি তিন ফসলি । এই জমি আমরা কোনও মতেই সরকারকে দেব না । আমরা এই জমি রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করব । সংশ্লিষ্ট দপ্তর সাইন বোর্ড লাগিয়ে কাজ শুরুর চেষ্টা করছে । কিন্তু জমির মালিকদের সঙ্গে প্রশাসনের তরফে এই বিষয়ে কোনও কথা হয়নি । সরকারের তরফ থেকে সাইন বোর্ড লাগানোর পর জমিতে কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না । পুলিশ দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে ।"