জলপাইগুড়ি, 20 অক্টোবর: তিস্তা নদীর জলে ভেসে আসা বিস্ফোরক ফেটে আহত হলেন এক কৃষক । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের চ্যাংমারি গোচিমারি তিস্তার চরে ।
জমিতে চাষ করতে গিয়েছিলেন কৃষক দেবাশিস বৈদ্য (22)৷ সেই সময়ই বিস্ফোরক ফেটে তিনি জখম হন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে ক্রান্তি ফাঁড়ির পুলিশ জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিয়ে যায় । জানা গিয়েছে, কৃষকের হাতের অবস্থা গুরুতর ।
গত চার অক্টোবর তিস্তা নদীতে ভেসে আসা সেনাবাহিনীর যন্ত্রাংশ বাড়িতে এনে তাতে হাতুড়ি দিয়ে পেটানোয় বিস্ফোরক ফেটে গিয়ে মৃত্যু হয়েছিল একজনের । আহত হন পাঁচজন । ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলায় ক্রান্তি ব্লকের চাপাডাঙা এলাকায় । এরপর ফের সেনার বিস্ফোরক ফেটে আহত হলেন একজন ।
সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তিস্তা নদীতে সেনাবাহিনীর একটি ক্যাম্প ভেসে গিয়েছিল । ভেসে যায় সেনা জওয়ান-সহ বহু যুদ্ধ সামগ্রী । কয়েক দিন থেকেই তিস্তা নদীতে সেনাবাহিনীর জওয়ানরা তিস্তার জলে ভেসে আসা বিস্ফোরক উদ্ধার করে তা নিস্ক্রিয় করার কাজ করছেন । পুলিশ ও সেনার পক্ষ থেকে তিস্তা নদীর চরে চাষাবাদ বা অন্য কোনও কারণে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।