জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি: কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ে। স্বভাবতই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে (Falling from Third Floor College Student Injured)। জানা গিয়েছে, আহত ছাত্রী ফার্স্ট সেমস্টারের কলা বিভাগের পড়ুয়া। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে গুরুতর জখম অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।
কলেজের অশিক্ষক কর্মী মন্টু রায় জানিয়েছেন, ছাত্রীর পড়ে যাওয়ার ঘটনা নজরে আসতেই আহত ছাত্রীকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কলেজের ছাত্রছাত্রীরা জানিয়েছে, এদিন কলেজে ফার্স্ট সেমস্টারের পরীক্ষার ফর্ম ফিলাপ ও অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার কাজ চলছিল। ওই ছাত্রীটি অ্যাসাইনমেন্ট জমা করার জন্যই কলেজে এসেছিলেন। কিন্তু কলেজের তিন তলা থেকে আচমকাই পড়ে যান তিনি ৷