জলপাইগুড়ি, 11 জুলাই : প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা ৷ মানবাধিকার কমিশনের আধিকারিক বলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ধরা পড়ল এক যুবক । শনিবার রাতে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকার একটি রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করেছে মেটেলি থানার পুলিশ । দিন দুয়েক আগেই শিলিগুড়িতে ধরা পড়েছে ভুয়ো বিচারক ৷ এবার জলপাইগুড়িতে ধরা পড়ল মানবাধিকার কমিশনের ভুয়ো আধিকারিক ৷ কলকাতায় ভুয়ো আইএএস ধরা পড়ার ঘটনা তো আছেই ৷ রাজ্যে গত কিছুদিনের এইসব ঘটনাবলীর মধ্যেই মেটেলিতে ফের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সজুড়ে ।
জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, কোচবিহার শহরের মোস্তাফিপাড়ার বাসিন্দা মৈনাক চক্রবর্তী নিজেকে হিউম্যান রাইটসের অফিসার পরিচয় দিয়ে বেড়াচ্ছিল ৷ প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে সে মেটেলি দক্ষিণ ধুপঝোরার বাসিন্দা অপু সরকার নামে এক যুবকের কাছ থেকে 3 হাজার টাকা নেয় । এমনকি টাকা পাঠানোর জন্য একটি অ্যাকাউন্ট নম্বরও দেয় ৷ অপু খোঁজ নিয়ে দেখেন অ্যাকাউন্ট নম্বরটি ত্রিমুর্তি রিসোর্টের । এরপরই তাঁর সন্দেহ হয় ৷ মেটেলি থানায় অভিযোগ জানান তিনি ৷ অপু সরকার বলেন, "মানবাধিকার কমিশনের আধিকারিক পরিচয় দিয়ে আমাকে প্রাইমারি স্কুলে চাকরি পাইয়ে দেবে বলে টাকা নিয়েছিল । আমার সন্দেহ হওয়ায় থানায় অভিযোগ জানাই ৷