পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Expelled TMC Leader Joins Congress: কালচিনিতে তৃণমূল থেকে বহিষ্কৃত নেতার সদলবলে কংগ্রেসে যোগদান - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কাঠ পাচারের অভিযোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হয়েছিলেন পাশাং লামা ৷ তাঁকে তৃণমূল থেকে পরে বহিষ্কারও করা হয় ৷ বুধবার তিনি যোগ দিলেন কংগ্রেসে ৷

Expelled TMC Leader Joins Congress
Expelled TMC Leader Joins Congress

By

Published : Jun 14, 2023, 8:05 PM IST

জলপাইগুড়ি, 14 জুন: তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত দোর্দন্ডপ্রতাপ নেতা পাশাং লামা কংগ্রেসে যোগদান করলেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জলপাইগুড়ির কালচিনির ব্লক সভাপতি থাকাকালীন পাশাং লামাকে গ্রেফতার করা হয়েছিল । তারপর তৃণমূল থেকে বহিষ্কৃত হন পাশাং লামা । বুধবার একজন গ্রাম পঞ্চায়েত প্রধান, 21 জন পঞ্চায়েত সদস্য ও তিনজন পঞ্চায়েত সমিতির সদস্যকে নিয়ে কংগ্রেসে যোগদেন তিনি । আগামীতে বিজেপিকে কালচিনি থেকে হারানোই মূল লক্ষ্য তাঁর, এমটাই জানিয়েছেন তিনি ।

2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছিলেন পাশাং ৷ যদিও বিজেপি প্রার্থী বিশাল লামার কাছে তিনি হেরে যান । তার পর গত বছর 6 ফেব্রুয়ারিতে আলিপুরদুয়ার জেলার এই তৃণমূল নেতাকে কাঠ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় । তাঁর বিরুদ্ধে ডুয়ার্সের কাঠ পাচারের অভিযোগ ছিল । শুধু তাই নয়, অভিযোগ কালচিনির বিডিও অফিসে ঢুকে বিডিওকে-ও শাসিয়েছিলেন পাশাং লামা ৷

আরও পড়ুন:তালিকা ঘোষণা হয়নি, মহুয়া গোপের বাড়ির সামনে প্রার্থী নিয়ে বিক্ষোভ তৃণমূলের কর্মীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশীকে বলেছিলেন, কালচিনির এক নেতা রয়েছে যে হেরিটেজ সম্পত্তি বিক্রি করে দিচ্ছে । তাকে গ্রেফতার করতে হবে । মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই পাশাং লামার ভাই নিমা লামার বাড়িতে অভিযান চালায় পুলিশ ও বনবিভাগ অবৈধ কাঠ, আসবাবপত্র উদ্ধার হয় কাঠের মিল সিল করা হয় । 6 ফেব্রুয়ারি রাতে মাদারিহাট এলাকা থেকে পাশাং লামাকে গ্রেফতার করে আলিপুরদুয়ার জেলা পুলিশ । আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক কালচিনির ব্লক সভাপতি পদ থেকে বহিষ্কার করেন পাশাং লামাকে । এবার সেই পাশাং লামা কংগ্রেসে যোগ দিলেন ৷ এর ফলে শক্তি বাড়ল বলে মনে করছে কংগ্রেস ।

আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ বলেন, ‘‘আজ কালচিনির পাশাং লামা আমাদের দলে যোগ দিয়েছেন । পাশাং লামার সঙ্গে 21 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য । জয়গাঁ-1 গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের দলে এলেন । তাঁরা ইতিমধ্যেই মনোনয়ন জমাও করেছেন কংগ্রেসের হয়ে । আমাদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছিল । আজ তাঁরা দলে আসাতে কংগ্রেস কালচিনিতে অনেকে শক্তিশালী হল । শুধু তাই নয়, জেলা জুড়ে পাশাং লামার অনুগামী অনেক রয়েছেন, তারাও আমাদের দলে আসবেন আশা করি ।’’

পাশাং লামা বলেন, ‘‘আজ আমি জাতীয় কংগ্রেস দলে যোগ দিলাম । একটা সময় তৃণমূল কংগ্রেস করতাম । আমাকে বহিষ্কার করা হয়েছিল । আগামীতে বিজেপিকে হারানোই আমার মূল লক্ষ্য । আগামিকাল আরও দু’জন গ্রাম পঞ্চায়েত প্রধান কংগ্রেসে যোগ দেবেন ৷’’

আরও পড়ুন:ব্লক সভাপতির বিরুদ্ধে কু-প্রস্তাবের অভিযোগ ! তৃণমূল ছেড়ে নির্দল প্রার্থী রীনা

ABOUT THE AUTHOR

...view details