জলপাইগুড়ি, 14 জুলাই:দীর্ঘদিন ধরে হাসপাতালেই এক বৃদ্ধা তাঁর পঙ্গু মেয়ে ও সদ্যজাত নাতনি ও নাবালক নাতিকে নিয়ে দিন কাটাচ্ছিলেন ৷ খবর পেয়ে এই অসহায় পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী (Even After the Assurance of SCPCR Jalpaiguri Family Living Their Life in Footpath)৷ জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে বাচ্চা দু'টির থাকা-খাওয়া ও সবার থাকার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছিলেন । কিন্তু ওই নির্দেশ 'কথাই' থেকে গিয়েছে ৷ পরিবারটি এখনও সাহায্য পায়নি ৷
অন্যদিকে, তৃণমূল নেতাদের কাটমানি দিতে পারছেন না বলেই সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন না পরিবারটি ৷ এমনটাই অভিযোগ এনেছে বিজেপি । শিশুর পরিবারকে আশ্রয় দেবে বা সহযোগিতা করবে কে, তা নিয়েই এখন দড়ি টানাটানি চলছে । সহায়-সম্বলহীন হয়ে পঙ্গু মেয়ে ও তাঁর দুধের শিশুকে নিয়ে হাসপাতালে দিন কাটাচ্ছেন অসহায় বৃদ্ধা । অভাবের তাড়নায় নাবালক নাতি পেটের তাগিদে ভিক্ষে করছে । সঙ্গে পঙ্গু মেয়েও ফুটপাতে ভিক্ষে করছেন ।
ইটিভি ভারতের কাছে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী । জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে বাচ্চার থাকা-খাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিলেও এখনও কোনও ব্যবস্থাই হয়নি বলে অভিযোগ । ফলত খোলা আকাশের নীচেই রাত কাটাতে হচ্ছে পরিবারটিকে ।
আরও পড়ুন:জলপাইগুড়িতে অসহায় পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন