জলপাইগুড়ি, 6 জুলাই:পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নানা রঙের পতাকায় চতুর্দিক ছেয়ে গিয়েছে ৷ গ্রামবাংলায় প্রচারের জন্য রাজনৈতিক দলগুলি পতাকা লাগাতে গাছে গাছে পুঁতেছে পেরেক ৷ তাতেই বেজায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা ৷ এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে জলপাইগুড়িতে ।
জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ড. রাজা রাউত বলেন, পেরেক দিয়ে গাছে দলীয় পতাকা লাগানো দুর্ভাগ্যজনক । পরিবেশ নিয়ে সবাই চিন্তিত । নির্বাচন কমিশনের উচিত কড়া ভাবে এই বিষয়টি নিয়ন্ত্রণ করা । কারণ পরিবেশকে রক্ষা করার দায়িত্ব সবার । রাজনৈতিক দলগুলি পরিবেশের কথা ভাবছে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক বলে মনে করেন তিনি ।
তাঁর মতে, প্রত্যেক রাজনৈতিক দলেরই এই বিষয়ে সজাগ থাকা উচিত । গাছ এবং পরিবেশের খেয়াল রাখা উচিত । প্রত্যেক মানুষকে পরিবেশকে সুন্দর রাখার দায়ভার নিতে হবে । তিনি আরও বলেন, "আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, যে রাজনৈতিক দলগুলি এই কাজ করছে, তাদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং গাছ থেকে পেরেকগুলি খুলে দেওয়ার ব্যবস্থা করা হয় ।"