পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়ির করলা নদীতে ব্যাকটেরিয়া বংশবিস্তারে উদ্বেগ পরিবেশপ্রেমীদের

জলপাইগুড়ি শহরের উপর দিয়ে বয়ে যাওয়া করলা নদীতে বাজারের আবর্জনার স্তূপ, গৃহস্থালির বর্জ্য পদার্থ ফেলার কারণে জলে বংশবিস্তার করছে অ্যান্টি বায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার নতুন প্রজাতি । একাধিক ক্ষতিকর পদার্থ নদীতে মিশে দুর্গন্ধ সৃষ্টি করছে । সম্প্রতি ব্যাকটেরিয়ার নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা । নদীতে থাকা ব্যাকেটেরিয়া মানবদেহে প্রবেশ করলে মারাত্মক হতে পারে । নদীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা ।

জলপাইগুড়ির করলা নদীতে ব্যাকটেরিয়া বংশবিস্তারে উদ্বেগ পরিবেশ প্রেমীরা
জলপাইগুড়ির করলা নদীতে ব্যাকটেরিয়া বংশবিস্তারে উদ্বেগ পরিবেশ প্রেমীরা

By

Published : Jun 15, 2021, 9:49 PM IST

জলপাইগুড়ি, 15 জুন: জলপাইগুড়ি শহরজুড়ে প্রবাহিত হয় করলা নদী, মূলত এই করলা নদী, উক্ত শহরের বড় নদী তিস্তা-র মতো অন্যতম প্রধান নদী । জলপাইগুড়ি শহরের উপর দিয়ে বয়ে যাওয়া করলা নদীতে বাজারের আবর্জনার স্তূপ, গৃহস্থালির বর্জ্য পদার্থ ফেলার কারণে জলে বংশবিস্তার করছে অ্যান্টি বায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার নতুন প্রজাতি ।

জলপাইগুড়ির করলা নদীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা । করলা নদীর জলে ধান চাষ হচ্ছে ও নদীর পার্শ্ববর্তী এলাকার জমিতে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করা হয় তা বৃষ্টিতে মিশছে নদীর জলে । ফলে নদীর বাস্তুতন্ত্র যেমন নষ্ট হচ্ছে ও দূষণে গ্রাস করছে করলা নদীকে ।

এমনকি অনেক সময় গৃহপালিত পশু মারা গেলে অনেকে নদীতে ফেলে দিচ্ছে । সেই মৃতদেহ থেকেই নদীর স্বাস্থ্য খারাপ হচ্ছে । একাধিক ক্ষতিকর পদার্থ নদীতে মিশে দুর্গন্ধ সৃষ্টি করছে । সম্প্রতি ব্যাকটেরিয়ার নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা । নদীতে থাকা ব্যাকেটেরিয়া মানবদেহে প্রবেশ করলে মারাত্মক হতে পারে ।

আরও পড়ুন...জলপাইগুড়িতে বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা

জলপাইগুড়িতে করলা নদী নিয়ে আন্দোলনকারী সমাজ ও নদী বাঁচাও কমিটির কর্ণধার সঞ্জীব চট্টোপাধ্যায় জানান আমরা আগেই বলেছি নদীর ড্রেজিং করা প্রয়োজন । বর্ষাকালে নদীতে জল বাড়লে কিছুটা পরিস্কার হলেও অন্য সময় আবর্জনা আবার জমে যায় ।

জলপাইগুড়ির করলা নদীতে ব্যাকটেরিয়া বংশবিস্তারে উদ্বেগ পরিবেশ প্রেমীরা

বঙ্গীয় ভুগোল মঞ্চের সদস্য জাতিশ্বর ভারতী বলেন করলা নদীর এমন অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন । তিনি বলেন, 2019 সালের সমীক্ষাতেই গঙ্গা নদীতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে । এই বিষয়ে একটা পরিকল্পনা প্রয়োজন । 2020 সালের রিভাইসড করলা অ্যাকশন প্ল্যান দ্রুত কার্যকরী করলে সমস্যার সমাধান হবে ।

ABOUT THE AUTHOR

...view details