ধুপগুড়ি, 1 জানুয়ারি : বছরের শুরুতেই লোকালয়ে ঢুকে পড়ল 'মস্তান' ৷ তারপরই হামলা বাড়িতে বাড়িতে ৷ ঢুকতে না পেরে বাড়ির দেওয়াল ভেঙে সাবাড় করল মজুত খাবারও ৷ বর্ষবরণ শেষে যখন মানুষ নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তখন হাতির তাণ্ডবের এমনই ঘটনা নজরে এল ধুপগুড়ি ব্লকের নিরঞ্জন পাট, পূর্বাপাড়া এলাকায় ৷
লোকালয়ে হানা 'মস্তান'-এর, সাবাড় মজুত খাবার - ধুপগুড়ি
এলাকায় ঢুকে চার-পাঁচটি বাড়িতে হামলা চালাল হাতি ৷ ঘরের দেওয়াল ভেঙে মজুত চাল খেয়ে ফেলে ৷ তারপর স্থানীয়রা বাজি ফাটালে পালিয়ে জঙ্গলে ঢুকে যায় ৷
আজ ভোররাতে সোনাখালি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি ৷ তারই নাম 'মস্তান' ৷ এলাকায় ঢুকে কয়েকটি বাড়িতে তাণ্ডব চালায় সে ৷ তার হানায় ক্ষতিগ্রস্ত হয় চার-পাঁচটি বাড়ি ৷ সঙ্গে সঙ্গে খবর যায় বন বিভাগে ৷ তবে স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেয়নি ৷
ভোর পেরিয়ে সকাল হতেই দাঁতালটি বিকাশ রায় নামে এক ব্যক্তির বাড়িতে ঢোকার চেষ্টা করে ৷ ঘরের দেওয়াল ভেঙে মজুত রাখা চাল খেয়ে ফেলে ৷ স্থানীয়রা বাজি ফাটাতে শুরু করলে হাতিটি জঙ্গলে ঢুকে যায় ৷ পাঁচ-ছ'বছর পর এভাবে হাতি তাণ্ডব চালাল বলে জানান স্থানীয়রা ৷