পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বকর্মা পুজোয় গোরুমারা জাতীয় উদ্যানে মহাকালের আরাধনা - Gorumara National Park

হাতিদের স্নান করানোর পর সারা শরীরে সাদা চকের আল্পনা, কপালে চন্দনের ফোঁটা ও গলায় ফুলের মালা পরিয়ে পুজোর আয়োজন করা হয়। সেই সঙ্গে সকাল থেকেই শুরু হয়ে যায় মহাভোজের আয়োজন। আজকের দিনে আয়োজন করা হয় বিশেষ মেনু ।

জাতীয় উদ্যান
জাতীয় উদ্যান

By

Published : Sep 17, 2020, 6:22 PM IST

জলপাইগুড়ি, 17 সেপ্টেম্বর : কোরোনা আবহে স্বাস্থ্যবিধি মেনেই গোরুমারা জাতীয় উদ্যানে কুনকি হাতি পুজো । মূলত এই কুনকি হাতি বুনো হাতিদের ধরতে বা তাড়াতে সাহায্য করে ৷ বনবিভাগের কর্মীদের সঙ্গে কাজ করে এই কুনকি হাতি ৷ সারা বছর এরাই জঙ্গলের পাহাড়ার কাজ করে । আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে কুনকি হাতিদের বিশ্বকর্মার বাহন হিসেবে পুজো করলেন গোরুমারা জাতীয় উদ্যানের বনকর্মীরা ।

গোরুমারা বন্যপ্রাণী বিভাগের অধীনে শিশু সহ মোট 19টি কুনকি হাতি রয়েছে। আজ সকাল থেকেই ধুপঝোড়া, গোরুমারা ও মেদলার কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল তুঙ্গে । সকালে হাতিদের স্নান করানোর পর সারা শরীরে সাদা চকের আল্পনা, কপালে চন্দনের ফোঁটা ও গলায় ফুলের মালা পরিয়ে পুজোর আয়োজন করা হয়। সেই সঙ্গে সকাল থেকেই শুরু হয়ে যায় মহাভোজের আয়োজন। আজকের দিনে আয়োজন করা হয় বিশেষ মেনু । রীতিমতো উৎসবের আমেজ দেখা যায় গোরুমারা, ধুপঝোড়া, মেদলার হাতি পিলখানাগুলিতে । বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে ওই সমস্ত কুনকি হাতিগুলিকে ছুটি দেওয়া হয়। আজকের দিনে তারা বনদপ্তরের কোনও কাজ করবে না ।

কুনকি হাতির পুজোয় মত্ত বনকর্মীরা

জলপাইগুড়ি গোরুমারা জাতীয় উদ্যানের হাতি পিলখানাগুলিতে আজ ছোট্ট আয়োজনের মধ্যেই মহাকাল তথা হাতি পুজো অনুষ্ঠিত হয় । গোরুমারা জাতীয় উদ্যানের রামশাইতে শিলাবতী এবং ফুলমতিকে রাইনো ক্যাম্পের সামনে বিশ্বকর্মার বাহন হিসেবে পুজা করা হয়। গোরুমারা জাতীয় উদ্যানে বনকর্মীরা জানান, হাতি নিয়েই বনকর্মীদের বেশিরভাগ কাজ করতে হয়। ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন এলাকার মানুষ হাতির উপদ্রব থেকে বাঁচতে হাতিকে মহাকাল হিসেবে আরাধনা করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details