জলপাইগুড়ি, 7 সেপ্টেম্বর: পর্যটকদের জন্য সুখবর । পুজোর মরশুমে ফের শুরু হচ্ছে হাতি সাফারি । তার জন্য গরুমারা জাতীয় উদ্যানে আনা হল দুই কুনকি হাতি জেনি আর মাধুরীকে । গরুমারা জাতীয় উদ্যানে ফের শুরু হতে চলেছে হাতি সাফারি ।
2021 সালের শেষের দিক থেকে হাতি সাফারি বন্ধ হয়ে গিয়েছিল । কুনকি হাতির সংখ্যা কম থাকায় বাধ্য হয়ে হাতি সাফারি বন্ধ করে দিতে হয় বন দফতরকে । হাতি সাফারি চালু করার জন্য দুটো হাতির সাথে মাহুত, পাতাওয়ালাদেরকেও নিয়ে আসা হয়েছে গরুমারা জাতীয় উদ্যানের ধূপঝোড়াতে ।
গাড়ি করে আনা হল কুনকি হাতিদের গত জুলাই মাস থেকে গরুমারা জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশ বন্ধ আছে । 16 সেপ্টেম্বর ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান । এবার জঙ্গল খোলার সঙ্গে সঙ্গেই পর্যটকরা হাতি সাফারির সুযোগ পাবেন । ডুয়ার্সে পর্যটকরা ঘুরতে এলে তাদের বিরাট আকাঙ্খা থাকে হাতি সাফারি করার । কিন্তু 2021 সালের পর থেকে বন্ধ হয়েছে হাতি সাফারি । ধূপঝোড়া, কালীপুর ইকো ভিলেজে যে সকল পর্যটকরা আসতেন তাঁরাই হাতি সাফারির সুযোগ পেতেন । কিন্তু পরবর্তীতে হাতি সাফারির জন্য অনলাইনে বুকিং করে হাতি সাফারির সুযোগ পেত ।
কিন্তু পর্যটকরা গরুমারা জাতীয় উদ্যানে এসে হাতির সাফারি থেকে বঞ্চিত হতেন । এবার জলদাপাড়া থেকে পর্যটকদের জন্য হাতি নিয়ে আসা হয়েছে । গরুমারা, লাটাগুড়ি, মূর্তি এলাকার পুজোয় যারা আসবেন ঘুরতে তারা এবার থেকে হাতি সাফারি করতে পারবেন । এতে খুশি ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা । ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, "হাতি সাফারি চালু করার জন্য বন দফতর যে উদ্যোগ নিল এটা খুব ভালো খবর । ডুয়ার্সে এলে পর্যটকরা এবার হাতি সাফারির মজা নিতে পারবেন ।"
গরুমারা বন্যপ্রাণী বিভাগের জেলা বনাধিকারিক দ্বিজপ্রতীম সেন বলেন,"আমরা জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে জেনি আর মাধুরী নামে দুটো হাতি এনেছি । গরুমারা জাতীয় উদ্যানে যে সব কুনকি হাতি ছিল তাদের দিয়ে পেট্রোলিং কাজ করানোর পাশাপাশি হাতি সাফারিও করানো হত । এতে করে হাতিদের উপর চাপ পড়ছিল । তাই আমরা হাতি সাফারি বন্ধ করে দিতে বাধ্য হই । এবার আমরা ফের হাতি সাফারি শুরু করছি । আমরা চেষ্টা করছি জলদাপাড়া থেকে নিয়ে আসা হাতি দুটোকে দিয়ে পর্যটকদের জন্য খুব তাড়াতাড়ি হাতি সাফারি শুরু করার ৷ গরুমারার জাতীয় উদ্যানের পিলখানায় সব মিলিয়ে 26টি কুনকি হাতি রয়েছে ।"
আরও পড়ুন : ট্রেন চালকের সতর্কতায় লাইন পেরোনোর সময় প্রাণে বাঁচল হাতি