জলপাইগুড়ি, 22 নভেম্বর: গরুমারা (Gorumara ) জাতীয় উদ্যানে হাতি সাফারি (Elephant Safari) ফের স্থগিত করে দিল জাতীয় উদ্যান কর্তৃপক্ষ । পর্যটকদের কথা চিন্তা করে গরুমারা জাতীয় উদ্যানে হাতি সাফারি আগামী ২৩ তারিখ থেকে চালু করার কথা থাকলেও তা আপাতত বন্ধ হয়ে গেল । এতদিন করোনা সংক্রমণের কারণে এই সাফারি বন্ধ ছিল ৷ এতে অখুশি পর্যটকদের পাশাপাশি স্থানীয় রিসর্ট ব্যবসায়ীরাও ৷
সোমবার, দ্রুত হাতি সাফারি চালু এবং মূর্তি টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়ার দাবি জানিয়ে বন বিভাগের দফতরের সামনে বিক্ষোভ দেখান রিসর্ট মালিকরা ৷ জলপাইগুড়ির গরুমারার গাছবাড়িতে হাতি সাফারির জন্য টিকিট, মূর্তি টিকিট কাউন্টার থেকে দেওয়ার দাবি জানিয়েছে এখানকার রিসর্ট মালিকরা ৷ এই নিয়ে রিসর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে সোমবার বিক্ষোভ দেখানো হয় ৷