জলপাইগুড়ি, 4 ডিসেম্বর : ইলেকট্রিক শকে হাতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল । আজ হলদিবাড়ি চা বাগানের এক ঝোরার পাশে মৃত হাতিটিকে দেখতে পান স্থানীয়রা । ডুয়ার্সের হলদিবাড়ি চা বাগানের মনিপুর লাইনের ৩ নম্বর সেকশনে ইলেকট্রিক শকে হাতির মৃত্যুর ঘটনার পরেই ঘটনাস্থানে পৌঁছান গোরুমারা বন্যপ্রাণী বিভাগের আধিকারিক নিশা গোস্বামী ।
এর আগেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে । গত 22 জুলাই নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা ফ্যাক্টরি রোডের নিচে ঝুলে থাকা ইলেকট্রিক লাইনে শক লেগে হাতির মৃত্যু হয় । গত কয়েক মাস থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ইলেকট্রিক শকে হাতির মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে । 21 জুলাই আলিপুরদুয়ার জেলার রামঝোড়া চা বাগানেও একটি হাতির মৃত্যু হয় ইলেকট্রিক শকে । এভাবে বার বার ইলেকট্রিক শকে হাতির মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন বন্যপ্রাণীপ্রেমীরা । ঘটনার তদন্তে নেমেছেন বনবিভাগের আধিকারিকরা ।