জলপাইগুড়ি, 5 নভেম্বর : সময় মতো খবর না পাওয়ায় নর্দমায় পড়ে যাওয়া হাতির বাচ্চাকে বাঁচানো গেল না। আক্ষেপ বনবিভাগের। লোকালয়ে এসে বেঘোরে প্রাণ গেল দেড় মাস বয়সি এক হস্তিশাবকের। ঘটনাটি জলপাইগুড়ি জেলার দেবপাড়া চা বাগানের । আজ ভোর রাতে একদল হাতির সাথে দেবপাড়া চা বাগানে হাতির বাচ্চাটিও আসে। রাতের অন্ধকারে দেবপাড়া চা বাগানে নর্দমায় পড়ে যায়। সকাল স্থানীয় বাসিন্দার দেখেন হাতির বাচ্চাটি নর্দমা থেকে ওঠার চেষ্টা করেও পারেনি। শেষে মারা যায়।
নর্দমায় পড়ে হস্তিশাবকের মৃত্যু - জলপাইগুড়ি জেলা
নর্দমায় পড়ে যাওয়া হাতির বাচ্চাকে বাঁচানো গেল না। ঘটনাটি জলপাইগুড়ি জেলার দেবপাড়া চা বাগানের । সেখানকার চা বাগানে নর্দমায় পড়ে যায় হস্তিশাবকটি ।
হস্তিশাবকের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থানে পৌছান বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা । দলছুট হয়ে চা বাগানের মাঝে গর্তে পরে যাওয়া দেড়মাস বয়সি হস্তিশাবককে উদ্ধার করে ময়নাতদন্তের করবে বনবিভাগ।
গত মাসে ডুয়ার্সের কারবালা চা বাগানের 1 নম্বর সেকশনে 40-45 টি হাতি চা বাগানের উপর দিয়ে যাওয়ার সময় একটি বাচ্চা চা বাগানের গর্তে পড়ে যায়। এরপরই স্থানীয়রা একটি হস্তিশাবককে দেখতে পান। খবর দেওয়া হয় জলপাইগুড়ি গোরুমারা বন্যপ্রাণী বিভাগের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডকে। বনকর্মীরা ঘটনাস্থানে পৌছে তৎক্ষণাৎ উদ্ধারে নামেন। চা বাগানের গর্ত থেকে উদ্ধার করা হয় বাচ্চাটিকে । এরপর তাকে তার দলে ফিরিয়ে দেওয়া হয়েছিল ।কিন্তু দেবপাড়া চা বাগানের হাতির বাচ্চাটিকে উদ্ধার করতে না পারায় মনখারাপ বনকর্মীদের । সময়মতো খবর পেলে এই হস্তিশাবককেও উদ্ধার করা সম্ভব হত বলে তাঁরা মনে করছেন ।