জলপাইগুড়ি, 30 জুলাই: উত্তরবঙ্গ জুড়ে হাতির হানায় ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়ছে(Elephant Attack) । জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলা জুড়েই বুনো হাতির আক্রমণে নষ্ট হচ্ছে গৃহস্থের ফসল থেকে শুরু করে ঘর বাড়ি । গোটা ঘটনায় উদ্বেগে বনদফতর । ঘরবাড়ি ফসল রক্ষা করতে গিয়ে বন্যপ্রাণী ও মানুষের সংঘাত বেড়েই চলেছে । আর এই সংঘাত মেটাতে উদ্যোগ নিচ্ছে বনদফতর ৷
জলপাইগুড়ি জেলার গরুমারা, আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ার এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে হাতি এসে লোকালয়ে হানা দিচ্ছে ফলে ফসল ও ঘরবাড়ি নষ্ট করছে ৷ লক্ষ্য করা গিয়েছে, পাকাবাড়ির দেওয়াল ভেঙেও হাতি খাবার বের করে খেয়ে চলে যাচ্ছে । চলতি বছরের বিভিন্ন সময়ে বিঘার পর বিঘা ধান খেত, ভুট্টার খেত কলাবাগান নষ্ট করেছে বুনো হাতির দল । হাতির ভয়ে অনেকেই কলাগাছ বা ভুট্টাগাছ চাষ বন্ধ করেছেন । আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, ফালাকাটা-সহ কুমারগ্রাম এলাকায় বুনো হাতির হানা নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয়দের দাবি । অন্যদিকে, জলপাইগুড়ি জেলার বানারহাট, বিন্নাগুড়ি, মালবাজার, নাগরকাটা এলাকায় বুনো হাতির হানার সংখ্যাও কম নয় ।