জলপাইগুড়ি, 8 জুন : মঙ্গলবার মধ্যরাতে জলপাইগুড়ির বানারহাট ব্লকের গয়েরকাটায় আচমকায় হাতি হানা দেয় ৷ যার ফলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় (Elephant Attack in Banarhat) ৷
জানা যায় ওই এলাকায় একটি হাতি রাতের দিকে হঠাৎই ঢুকে পড়ে ওই এলাকার বাড়িতে মজুত করে রাখা ছিল ধান ৷ প্রায় 12 কুইন্টাল ধান নষ্ট করেছে হাতিটি ৷ যাঁর ধান মজুত করে রাখা ছিল সেই বাড়ির মালিক রাতে ঘুমোচ্ছিলেন ৷
বাড়ির মালিক সুলেমান মিঞ্জ জানান, তাঁর বাবা ঘরে ঘুমোচ্ছিলেন, আচমকাই একটি হাতি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। বিকট শব্দে ঘর থেকে বেরিয়ে দেখতে পান একটি হাতি ঘরের দেওয়াল ভেঙে ধান খাচ্ছে। এই ঘটনা চাক্ষুষ করতেই ঘরের ভিতরে থাকা বৃদ্ধ বাবাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘরের ভিতর মজুত প্রায় 12 কুইন্টাল ধান নষ্ট করে হাতি বলে দাবি। যদিও ঘটনার বিষয়ে বনদফতরকে এখনও জানানো হয়নি। বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন সুলেমান মিঞ্জ। অন্যদিকে ওই পরিবারের অন্য সদস্যা রীনা মিঞ্জ জানান, বিকট শব্দে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন হাতিটি ঘরের দেওয়াল ভেঙ্গে দিয়েছে। সমস্ত ধান মাটিতে পড়ে রয়েছে।
হাতির হানায় ক্ষতিগ্রস্ত বাড়ি, নষ্ট প্রায় 12 কুইন্টাল ধান আরও পড়ুন :মধ্যরাতে ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ল একটি দলছুট দাঁতাল