জলপাইগুড়ি, 9 সেপ্টেম্বর: জামানত বাজেয়াপ্ত হল সিপিএম প্রার্থীর। শুক্রবার ফল ঘোষণা হয়েছে ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ৷ সেখানে সিপিএম ভোট পেয়েছে 6.52 শতাংশ। ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে মোট ভোট পরেছিল দুই লক্ষ 10 হাজার 935টি। যেখানে বিজেপি'র প্রাপ্ত ভোটের শতাংশ 44.23 ৷ তৃণমূল ভোট পেয়েছে 46.28 শতাংশ, সিপিএম ভোট পেয়েছে 6.52 শতাংশ, অন্যন্যরা ভোট পেয়েছে 0.55 শতাংশ ৷
ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। চার হাজার 309 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়। ধুপগুড়ির আসনে বিজেপি প্রার্থী 2021 সালে জয়ী হয়েছিলেন চার হাজার 355 ভোটে। বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন 93 হাজার 304টি ভোট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় পেয়েছেন 97 হাজার 613টি ভোট। সিপিএম প্রার্থী ঈশ্বর চন্দ্র রায় পেয়েছেন 13 হাজার 758টি ভোট। কেপিপি প্রার্থী রঞ্জিত রায় পেয়েছেন 1 হাজার 161টি ভোট। নোটাতে ভোট পরেছে এক হাজার 220টি ভোট।
2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি রায়কে হারিয়েছিলেন। বিষ্ণুপদ রায় পেয়েছিলেন এক লক্ষ চার হাজার 688টি ভোট, মিতালি রায় পেয়েছিলেন এক লক্ষ 333টি ভোট। চার হাজার 355 ভোটে তৃণমুল প্রার্থী মিতালি রায়কে হারিয়েছিলেন প্রাক্তন সেনাকর্মী বিষ্ণুপদ রায়। তিনি পেয়েছিলেন 46 শতাংশ ভোট ৷ অন্যদিকে মিতালি রায় পেয়েছিলেন 44 শতাংশ ভোট।