পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে অনশন মঞ্চেই ইদ পালন জমিদাতাদের - Eid celebrated at Jalpaiguri

চাকরির দাবিতে অনশনে বসেছিলেন ৷ আজ সেই অনশন মঞ্চেই নমাজ় পড়লেন জমিদাতারা ৷

ইদ পালন

By

Published : Aug 12, 2019, 10:11 PM IST

জলপাইগুড়ি, 12 অগাস্ট : ভাবতেই পারেননি পরিবার-পরিজন ছাড়া পালন করতে হবে ইদ ৷ কিন্তু নিজেদের দাবি পূরণের জন্য আজ অনশন মঞ্চে নমাজ় পড়ে ইদ পালন করলেন জলপাইগুড়ির জমিদাতারা ৷ ইতিমধ্যেই অুসস্থ হওয়ায় চিকিৎসাধীন 12 জন অনশনকারী ৷

চাকরি পাবে ৷ তাই জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের সামনের এলাকায় সরকারি প্রকল্পের জন্য জমি দিয়েছিলেন জলপাইগুড়ির বিভিন্ন এলাকার শতাধিক মানুষ ৷ কিন্তু চাকরি পায়নি কেউই ৷ চাকরির দাবিতে 9 অগাস্ট (শুক্রবার) অনশনে বসেন তাঁরা ৷ আজ সকালে অনশন মঞ্চেই ইদের নমাজ় পড়েন 11 জন অনশনকারী ৷

অনশনরত রোশন করিম বলেন, "কোনওদিন ভাবিনি অনশন মঞ্চে ইদের নমাজ় পড়তে হবে ৷ আজ বাড়ি থেকে দূরে পরিবার ছেড়ে ইদ পালন করলাম ৷"

অনশনকারী নজরুল রহমান বলেন, "যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাব ৷ নেতা ও আধিকারিকরা অনশন মঞ্চে এসে মৌখিক আশ্বাস দিচ্ছেন ৷ কিন্তু তার বেশি কিছুই করছেন না ৷ তাই আমরা অনশন তুলতে চাই না ৷"

ABOUT THE AUTHOR

...view details