জলপাইগুড়ি, 12 অগাস্ট : ভাবতেই পারেননি পরিবার-পরিজন ছাড়া পালন করতে হবে ইদ ৷ কিন্তু নিজেদের দাবি পূরণের জন্য আজ অনশন মঞ্চে নমাজ় পড়ে ইদ পালন করলেন জলপাইগুড়ির জমিদাতারা ৷ ইতিমধ্যেই অুসস্থ হওয়ায় চিকিৎসাধীন 12 জন অনশনকারী ৷
চাকরি পাবে ৷ তাই জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের সামনের এলাকায় সরকারি প্রকল্পের জন্য জমি দিয়েছিলেন জলপাইগুড়ির বিভিন্ন এলাকার শতাধিক মানুষ ৷ কিন্তু চাকরি পায়নি কেউই ৷ চাকরির দাবিতে 9 অগাস্ট (শুক্রবার) অনশনে বসেন তাঁরা ৷ আজ সকালে অনশন মঞ্চেই ইদের নমাজ় পড়েন 11 জন অনশনকারী ৷